মুম্বই: সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন। শোনা যাচ্ছে এবার সেই হাঁটুর সমস্যা দূর করতেই মুম্বইয়ে একগুচ্ছ পরীক্ষা করাতে চলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।
ধোনির হাঁটুর সমস্যার জন্য তাঁর কিপিংয়ে কোনও সমস্যা না হলেও, ব্যাটিং করার সময় উইকেটের মাঝে যে তাঁর ছুটতে অসুবিধা হচ্ছিল, তা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এমনকী সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করে নেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন এবং তার ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই কারণে ইনিংসের বেশি ওভার বাকি থাকলে ব্যাটেও নামছেন না ধোনি। এটাই সিএসকে অধিনায়ক ধোনির শেষ আইপিএল হতে যাচ্ছে বলেও জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন মাহি।
টুর্নামেন্ট শেষের পর ধোনি বলেন, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'
পরের মরসুমের আইপিএলে খেলতে হলে ধোনির ফিটনেসটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি সেই বুঝেই সিদ্ধান্ত নেবেন বলে আভাস দিয়েছেন। মাঠে নামতে সবার আগে প্রয়োজন হাঁটুর ব্যথা সারিয়ে তোলা। সেই উদ্দেশ্যেই মুম্বইয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে খবর। পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁর হাঁটুর চোট কতটা গুরুতর তা জানা যাবে এবং সেই বুঝেই তাঁর চিকিৎসা শুরু হবে। সমর্থকরা এবং সিএসকে ফ্র্যাঞ্চাইজি আপাতত আশায় থাকবে যাতে ধোনি দ্রুতই এই চোট সারিয়ে তুলতে পারেন।
আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?