রাজীব চৌধুরী, আশিস বাগচী ও অনির্বাণ বাগচী, বহরমপুর : বোর্ড গঠনের আগে জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ১ নম্বর ব্লকের ইসলামপুর চক গ্রামপঞ্চায়েত এর কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM)-এর জয়ী প্রার্থীরা। গণনার পর থেকেই তারা বাড়ি ছাড়া বলেই অভিযোগ। কংগ্রেসের ৭ জন ও সিপিএম এর ৬ জন জয়ী প্রার্থী রয়েছেন পার্টি অফিসে। তাদের অভিযোগ তৃণমূল ও প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বোর্ড যাতে জোটের না করা যায় সেই জন্যই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।


দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, জলপাইগুড়ির বেলাকোবার পর এবার মুর্শিদাবাদের বহরমপুর। জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ৩ টি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের ২৯ জন জয়ী প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 


আতঙ্কে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ৭ জন ও সিপিএমের ৬ জন জয়ী প্রার্থী, ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ১০ জন ও সিপিএমের ৩ জন জয়ী প্রার্থী ও গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের ১২ জন জয়ী প্রার্থী ঘরছাড়া ছয়ঘড়ি পঞ্চায়েতের সিপিএমের আরও ১ জয়ী প্রার্থী। এবার ৩টি গ্রাম পঞ্চায়েতই ত্রিশঙ্কু।


ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের মোট ৩০ টির মধ্যে কংগ্রেস ৭টি, সিপিএম ৬ টি বিজেপি ১ টি এবং তৃণমূল ১২টি আসন পেয়েছে। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ২৪ টির মধ্য়ে কংগ্রেস ১০ টি, সিপিএম ৪টি, আইএসএফ ১ টি ও তৃণমূল ৫ টি আসন পেয়েছে। গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের মোট ২২ টির মধ্যে কংগ্রেস ১০ টি, সিপিএম ২ টি এবং তৃণমূল ১০ টি আসন পেয়েছে। অভিযোগ, ত্রিশঙ্কু ৩টি গ্রাম পঞ্চায়েত দখল করতে জয়ী বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল। 


কেউ পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর থেকেই আশ্রয় নিয়েছেন জেলা কংগ্রেস কার্যালয়ে। কেউ আবার ৮-১০ দিন আগে এখানে এসেছেন। শাসক দলের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাঁরা। খাস কলকাতার পঞ্চসায়রের একটি বাড়ি থেকে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী ৪ বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিরোধী প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ ওঠে। এবার বহরমপুরে অপহরণের হুমকির অভিযোগ উঠল।


আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial