রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। পিস্তল, লোহার রড নিয়ে তৃণমূল নেতা তথা (TMC) ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চলেছে, আর যে ঘটনার জেরে অভিযোগের আঙুল উঠেছে ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দিকেই আঙুল তুললেন আক্রান্ত শাসক নেতা। যার পরই ফের উঠেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ।


রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর কেন হামলা হল ? কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা ? না কি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ ? মারধরের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতার ছেলে। যেখানে রয়েছে বিধায়ক ঘনিষ্ঠদের নাম।


একের পর এক আক্রান্ত


বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় বোমা-গুলি মেরে খুন করা হয় নদিয়ার এক তৃণমূল নেতাকে। যার তিন দিনের মাথায় নওদার পর এবার ডোমকলে হামলার শিকার হয়েছেন তৃণমূল নেতা। ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা প্রদীপ চাকী। তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর লোকের থেকে কাটমানি নিয়েছেন প্রদীপ। এই অভিযোগেই রবিবার এলাকায় পথ অবরোধ করেন অভিযোগকারীরা। অভিযোগ, অবরোধ উঠে যাওয়ার ঘণ্টা দুয়েক পরই, ডোমকল পুর-এলাকায়, প্রদীপ চাকীর ছেলের দোকানে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। তখন সেখানেই ছিলেন তৃণমূল নেতা। ব্যাপক মারধর করা হয় বাবা-ছেলে দু’জনকেই।


চরমে রাজনৈতিক তরজা


নেপথ্যে কি শাসকদলের কোন্দল ? সেই ইঙ্গিত সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'সব দুষ্কৃতীরা এখন তৃণমূলের ছাতার তলায়। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তারা ভয়মুক্ত হয়ে গেছে। মারা গেছে তো তৃণমূল। তৃণমূল তৃণমূলে মারামারি হচ্ছে।' পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'ওখানে কারা কী করেছে না জেনে, তৃণমূলের ওপরই হামলা হচ্ছে। তৃণমূলের প্রতিপক্ষ কোনও ব্যক্তি, তাদের ঘুঘুর বাসায় ঢিল পড়েছে, তৃণমূল মানুষের পাশে থাকার চেষ্টা করছে, তাঁদের অসুবিধা হচ্ছে, তারা কেই হামলা করবে।'


আরও পড়ুন- স্বামী বিবেকানন্দর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাহুল সিনহার, শুরু বিতর্ক