আল খোর, কাতার : মাপা শুরুর পর ঝোড়ো প্রান্তবদলে একের পর এক আক্রমণ। ট্যাকটিক্যাল দুরন্ত এক লড়াই শেষ পর্যন্ত থামল অমীমাংসিতভাবে। আর শেষপর্বের গোলে স্পেনকে রুখে দিয়ে আপাতত বিশ্বকাপে ভেসে রইল জার্মানি। স্পেন-জার্মানি (Spain vs Germany) ম্যাচ শেষ হল ১-১ গোলে।


একঝলকে


গ্রুপ- ই-র হাই প্রোফাইল ম্যাচের গতি যেদিকে বইছিল, তাতে একসময় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। হ্যান্সি ফ্লিকের দলকে কাতারে টিকিয়ে রাখল পরিবর্ত হিসেবে নামা নিকলাস ফুলকার্গের খেলার ৮৩ মিনিটে করা গোল। খেলার ৬২ মিনিটে পরিবর্ত হিসেবে নামা আলভারো মোরাতা স্পেনের গোলদাতা। জার্মানির গোলদাতা ফুলকার্গ ছাড়াও পরিবর্ত হিসেবে নামা লেরয় সানে, অ্যান্টোনিও রুডিগার নজর কেড়েছেন। পাশাপাশি বলতেই হবে আরেকজনের কথা। জামাল মুশিয়ালা। জার্মানির এই তরুণ তুর্কি কার্যত মাঝমাঠে দাপট দেখালেন। মুশিয়ালার সঙ্গে স্পেনের অপর দুই তরুণ তুর্কি পেড্রি ও গাভির মাঝমাঠের লড়াই হয়ে রইল ম্যাচের উপজীব্য।


গ্রুপ-চিত্র


স্পেন-জার্মানি ডুয়েল যেভাবে এগোল, তাতে যেন ফুটবল মাঠে দাবার এক লড়াই চাক্ষুষ করলেন বিশ্ববাসী। প্রথম পর্বে যে খেলায় জোরাল ছিল লুই এনরিকের দলের দাপট। পরে খেলার দাপট ধরেন জার্মানরা। আপাতত গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যাদেরকে ৭ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছিল স্পেন। ছন্দে ফেরা জার্মানরা কোস্টারিকাকে হারিয়ে নকআউটের অঙ্কে থাকবে বলেই প্রত্যাশা ফুটবল ভক্তদের। তবে তাদের রাউন্ড অফ ১৬-এ যাওয়া হবে কি না, তা নির্ভর করবে স্পেন-জাপান ম্যাচের ওপর। প্রসঙ্গত, জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। কিন্ত তারা হেরেছে কোস্টা রিকার কাছে।




আরও পড়ুন- জাপানকে হারিয়ে জার্মানিকে অক্সিজেন দিল কোস্তা রিকা