ডোমকল: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ফের মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে উদ্ধার হল অস্ত্র। গ্রেফতার এক অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে ডোমকলের (Domkol) দক্ষিণ গরিবপুরের রেজালাপাড়ায় সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। পুলিশের দাবি, বাড়িতে অস্ত্রগুলি মজুত করেছিল সাবেদ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে ডোমকল (Domkol) থানার পুলিশ। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে ডোমকলের। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ২১ ও ৯ নভেম্বর, অস্ত্র বিক্রির অভিযোগে ডোমকল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। 


মানিকচকেও তাজা বোমা উদ্ধার: এই একই দিনে ফের মালদার মানিকচকেও উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। মানিকচক থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। ব্যাগ থেকে উদ্ধার হয় তাজা বোমা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। 


৩ জেলায় উদ্ধার অস্ত্র ও বোমা: মুর্শিদাবাদের ডোমকলে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। অন্যদিকে, মালদার মানিকচকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কোচবিহারের দিনহাটাতেও বোমা উদ্ধার হয়েছে। 


দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় অস্ত্রের হদিশ, মিলছে তাজা বোমা। অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বারবার উঠে আসছে মুর্শিদাবাদ জেলার নাম। মঙ্গলবার ডোমকলের দক্ষিণ গরিবপুরে সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ।


উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বাড়িতে বোমা-অস্ত্র মজুত করা হয়েছিল। এর আগেও ডোমকলে অস্ত্র উদ্ধার হয়েছে। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ৯ নভেম্বর, গ্রেফতার হয় ২ অস্ত্র কারবারি। ২২ নভেম্বর, ফের ডোমকলে অস্ত্র উদ্ধার হয়। 


অন্যদিকে, বুধবার সকালে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা গ্রামে ঝোপের মধ্যে ২টি ব্যাগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।


বুধবার সকালে, কোচবিহারের দিনহাটার মুন্সিরহাট এলাকা থেকেও একটি তাজা বোমা ও বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধার হওয়ায়, শুরু হয়েছে রাজনীতি। কোথা থেকে আসছে এত বোমা? কিসের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র? নেপথ্যে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি? উঠছে প্রশ্ন।