নয়াদিল্লি: দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  
সৈকত-রাজ্য গোয়ায় আট বছরের একটি ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। ছেলেটি তাঁর বাবার সঙ্গে সম্প্রতি এসেছে যুক্তরাজ্য থেকে। মণিপুরে আক্রান্ত ৪৮ বছরের ব্যক্তি এসেছেন তানজানিয়া থেকে। সম্প্রতি করোনা পজিটিভ হন তিনি। তারপরই পরীক্ষায় ধরা পড়ে তিনি ওমিক্রন আক্রান্ত। 
ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে সোমবার থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে নাইট কার্ফু (Night Curfew) জারি করেছে ইতিমধ্যেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।  কেরলও ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু ঘোষণা করেছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নাইট কার্ফু জারি থাকবে দক্ষিণের এই রাজ্যে।মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে ওমিক্রন ধরা পড়েছে। 
সোমবার মহারাষ্ট্রে বিধানসভার  পুলিশ ও সরকারি কর্মী-সহ ৩৫ জনের শরীরে মিলেছে সংক্রমণ। মোট তেইশশো জনের RT-PCR টেস্ট করা হয়।  

আরও পড়ুন :


বাড়ছে ওমিক্রন, নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিল একাধিক রাজ্য


সব মিলিয়ে উৎসবের মরসুমে উদ্বেগের কারণ হয়ে উঠছে ওমিক্রন। এই পরিস্থিতিতে সোমবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  বেলেঘাটা আইডি’কে ওমিক্রনের নোডাল হাসপাতাল করা হবে।  আরও ৭টি বেসরকারি হাসপাতালকে ওমিক্রন আক্রান্তেদের চিকিত্‍সার জন্য নির্দিষ্ট করা হয়েছে।  
এই তালিকায় রয়েছে--- 



  • আমরির তিনটি শাখা

  • অ্যাপোলো

  • ফর্টিস

  • উডল্যান্ডস

  • বেলভিউ

  • CMRI

  • চার্নক 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিনের বৈঠকে জানানো হয়েছে, ওমিক্রন সন্দেহভাজনদের অন্য করোনা আক্রান্তদের সঙ্গে রাখা যাবে না। ৪৮ ঘণ্টার ব্যবধানে, পরপর ২টি RT- PCR রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে ওমিক্রন নেগেটিভ ধরা হবে।