রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb Blast) মৃত্য়ু এক যুবকের। গুরতর আহত আরেক যুবক। স্থানীয় সূত্রে দাবি, কলাবাগানে বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ (Hariharpara Police Station)। 


কলাবাগানে পড়ে মৃতদেহ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার বেশ কয়েক মাস পরেও ফের বিস্ফোরণে রক্তাক্ত হল মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া। বৃহস্পতিবার দুপুরে আমচকা বিস্ফোরণ কেঁপে ওঠে স্থানীয় খলিলবাদ মাঠ এলাকা।


স্থানীয় সূ্ত্রে দাবি, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক সাজিজুল শেখ হরিহরপাড়ার লোচন মাটি গ্রামের বাসিন্দা। বিস্ফোরণে আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরেক যুবক। বাকিরা পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।


গ্রামবাসীদের অভিযোগ, আমরা ঘুমিয়েছিলাম। খবর পাচ্ছি বিস্ফোরণ হয়েছে। আমার ভাইপোর মুখে খবর পেয়ে এলাম। বোমা বাঁধছিল। এখানে এসে শুনলাম বোমা বিস্ফোরণ হয়ে একজন মারা গেল। একজনকে হাসপাতালে নিয়ে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কী উদ্দেশে বোমা বাঁধা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।


গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ। ঝরেছে প্রাণ। পঞ্চায়েত ভোটের পরেও বারুদের স্তূপে মুর্শিদাবাদ। গত ১৮ জুলাই কয়েক ঘণ্টার ব্য়বধানে বেলডাঙার ২টি জায়গা থেকে উদ্ধার হয় ৫০ থেকে ৬০ টি তাজা বোমা। গত ২৪ জুলাই ফরাক্কার শিবতলা গ্রামে উদ্ধার হয় ৩০টি তাজা বোমা। গত ২০ অগাস্ট রঘুনাথগঞ্জে পরিত্যক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিস্ফোরণ ঘটে। আর এবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্য়ু হল এবং আহত হলেন একজন।                                                                                                 


আরও পড়ুন- কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial