রাজীব চৌধুরী, হরিহরপাড়া: একঘরের মধ্যে শাশুড়ি এবং জামাই। তাকে ঘিরেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের (Murshidabad News) হরিহরপাড়ায়। লাঠিসোটা, বাঁশ নিয়ে দু’জনের উপর চড়াও হন পরিবার এবং এলাকার লোকজন। তাঁদের এলোপাথাড়ি মারে মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ (murder)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর জামাই (Mob Lynching)।
শাশুড়ি-জামাইকে একঘরে দেখে অশান্তি
মুর্শিদাবাদের হরিহরপাড়ার সর্বাঙ্গপুর এলাকার ঘটনা। সোমবার রাতে একই ঘরের মধ্যে শাশুড়ি এবং জামাইকে দেখা যায় বলে অভিযোগ। তাতেই হলস্থুল কাণ্ড শুরু হয়। পরিবারের লোকজন এবং আশেপাশের কয়েক জন ঘরে ঢুকে আসেন এবং বাঁশ, লাঠিসোটা নিয়ে দু’জনকে বেদম প্রহার করতে থাকেন বলে অভিযোগ। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির।
বেধড়ক মারধরে গুরুতর জখম হন জামাইও। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হরিহরপাড়া থানার পুলিশ। গুরুতর জখম জামাইকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তার জেরে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুন: Coochbehar : পরের বছর পঞ্চায়েত নির্বাচন, দলীয় কর্মীদের কী বার্তা কোচবিহার তৃণমূল নেতৃত্বের ?
স্থানীয়দের অভিযোগ, শাশুড়ি এবং জাামইয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরেই তেমন চলছিল। পরিবারের লোকজন এবং আশেপাশের মানুষের মধ্যে তা নিয়ে গুঞ্জন ছিলই। সোমবার রাতে দু’জনকে একগরে দেখতে পাওয়ার পর পরিস্থিতি চরমে ওঠে। দু’জনের উপর চড়াও হন সকলে।
শাশুড়ির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার জামাইয়ের
যদিও শাশুড়ির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাঁর আহত জামাই। হাসপাতাল থেকে পুলিশকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, ভুল বুঝেছেন শ্বশুর এবং শ্যালকরা। সেই ভুল ধারণা থেকেই হামলা করেন। বেধড়ক মারধর করেন তাঁকে। পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। বিষয়টির তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।