State Bank Of India: বিনিয়োগকীরাদের জন্য সুখবর। ফের স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)। তবে নির্দিষ্ট কিছু মেয়াদের জন্ই বাড়ানো হয়েছে এই হার (Interest Rates)। জেনে নিন, সাধারণের সঙ্গে প্রবীণ নাগরিকরা (Senior Citizens)পাচ্ছেন কত বেশি সুদ।


SBI FD Rates: কেবল এই টাকা থাকলেই পাবেন বেশি সুদ
দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে। গত সপ্তাহ থেকেই কার্যকর হয়েছে স্টেট ব্যাঙ্কের নতুন ফিক্সড ডিপোজিট রেট। ব্যাঙ্ক জানিয়েছে, ২ কোটি বা তার বেশি টাকার গার্হস্থ্য মেয়াদি আমানতের উপরই এই অতিরিক্ত সুদ পাওয়া যাবে। মূলত, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলেই এই সুদ পাওয়া যাচ্ছে।


State Bank Of India: কোন মেয়াদে কত সুদ ?
নতুন SBI FD সুদের হার 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। ব্যাঙ্ক সাধারণ জনগণের জন্য এক বছর থেকে দুই বছরের কম মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য, একই মেয়াদে এই সুদের হার আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে। অন্যান্য মেয়াদের রেট অপরিবর্তিত রাখা হয়েছে। 


SBI FD Rates: এখানে ১৫ জুলাই ২০২২ থেকে ২ কোটি টাকার উপরে জমার উপর SBI ফিক্সড ডিপোজিট সুদের হার দেওয়া হল


৭ দিন থেকে ৪৫ দিন: সাধারণ জনগণের জন্য - ৩.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৪.০০ শতাংশ


৪৬ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ জনগণের জন্য - ৪.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৪.৫০ শতাংশ


১৮০ দিন থেকে ২১০ দিন: সাধারণ জনগণের জন্য - ৪.২৫ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৪.৭৫ শতাংশ


২১১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ জনগণের জন্য - ৪.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৫.০০ শতাংশ 
১ বছর থেকে ২ বছরের কম: সাধারণ জনগণের জন্য - ৫.২৫ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৫.৭৫ শতাংশ


২ বছর থেকে ৩ বছরের কম: সাধারণ জনগণের জন্য - ৪.২৫ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৪.৭৫ শতাংশ


৩ বছর থেকে ৫ বছরের কম: সাধারণ জনগণের জন্য - ৪.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৫.০০ শতাংশ


৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: সাধারণ জনগণের জন্য - ৪.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৫.০০ শতাংশ।


RBI Behind Rate Hike:  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়াতেই সুদের হার বাড়াচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক। এই তালিকায় নাম রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য ব্যাঙ্কগুলির। অগাস্টে MPC মিট চলাকালীন, আরবিআই তার রেপো রেট বাড়াবে বলে আশা করা হচ্ছে। কারণ জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৭ শতাংশের ওপরে চলে গিয়েছে। 



আরও পড়ুন : Virus Attack: এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি