রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। রক্ত ঝরল ফরাক্কায়। সেখানে বোমাবাজির (bomb blast) ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ফরাক্কার (Farakka) কেন্দুয়াতে বোমার আঘাতে মৃত ১ (one dead)।
ফের উত্তপ্ত মুর্শিদাবাদ
সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ফরাক্কায় বোমাবাজির ঘটনায় মৃত ১। পুরনো বিবাদের জেরে বোমাবাজি বলে জানা যাচ্ছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম নাজির শেখ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আজ বিকেল ৪টে নাগাদ, ফরাক্কার কেন্দুয়া এলাকায় বচসার সূত্রপাত হয়। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই শুরু হয় বোমাবাজি। সেই বোমার আঘাতে একজনের মৃত্যু হয়। এই খবর ছড়াতেই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফরাক্কা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় ফের উত্তপ্ত কেন্দুয়া। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: Kolkata Car Fire: চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, কাঁকুড়গাছি এলাকায় আতঙ্ক
গতকালও মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনা ঘটে। পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) আগে গতকাল বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। এর আগেও সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা। জানা গিয়েছে, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে। বোমা মজুত করে রাখা হয়েছিল? নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল? খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ।
২০২২ এর শেষের দিকে বিভিন্ন জেলায় বোমার আঘাতে আক্রান্ত হয় শৈশব। হয় মৃত্যুও। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।