সুজিত মণ্ডল, নদিয়া: হরিণঘাটায় (Haringhata) বিজেপি কর্মী-সমর্থকদের (BJP Workers) বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় দল (Central Team)। রাস্তার মাঝে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শন করতে হবে। এরপর পুলিশের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। 


বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল


জেলায় জেলায় 'দিদির দূত' কর্মসূচি শুরু হতেই বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। তবে এবার বিজেপির বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদের দল! কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ দল আসতেই হরিণঘাটায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। 


কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শনের দাবি তাঁদের। বিজেপির তোলা স্বজনপোষণের অভিযোগ খারিজ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 'আমরা খারাপ হলে, কিছুই করতে পারত না', বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। 


এই ব্যাপারে কী প্রতিক্রিয়া সেচমন্ত্রী পার্থ ভৌমিকের? তিনি বলেন, 'সম্মানীয় বিরোধী দলনেতা বলছেন তাঁর কথায় এই কেন্দ্রীয় প্রতিনিধিদের দল এসেছেন। মানে কেন্দ্রীয় সরকার এখন নরেন্দ্র মোদি চালান না, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা চালান। অতএব তাঁর কথায় যে প্রতিনিধি দল এসেছে, তাঁর কথাতেই কিছু লোক বিক্ষোভ দেখাতে গেছে। কারণ কেন্দ্রীয় প্রতিনিধি দল সারা বাংলা ঘুরে কোনও অনিয়ম দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই যেহেতু অনিয়ম ধরা পড়ছে না এরা উত্তেজিত হয়ে যাচ্ছে, এবং উদভ্রান্তের মতো আচরণ করছে। যেটা কখনওই বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত নয়।'


আরও পড়ুন: ED On Gopal Dalapati:'মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে', ইডির কাছে দাবি দাবি গোপাল দলপতির


অন্যদিকে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ( Asit Majumdar) বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে ধুন্ধুমার হুগলির চুঁচুড়ায় (Hooghly)। ত্রিকোণ পার্ক (Traingular Park) এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা (BJP Worker)। সেই সময় তাঁদের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা (TMC Worker)। পরে পুলিশ (Police) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্য়াটের স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা যায় তৃণমূলেরই এক কাউন্সিলরদলের গ্রুপে বিধায়কের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ করেন। যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, গতবছর পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে উঠেছিল ভাটপাড়া পুরসভা (Bhatpara Corporation)। ২০ নম্বর ওয়ার্ডে পুকুর খোঁড়ার কাজে হাত লাগিয়েছিলেন খোদ স্থানীয় তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। তবে ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন জমির মালিক ও তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেন ওই কাউন্সিলর।