রাজীব চৌধুরী, ইসলামপুর: মুর্শিদাবাদের (Murshidabad News) ইসলামপুরে (Islampur) বিশেষভাবে সক্ষম নাবালিকাকে (Differently Abled Minor Girl) বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় কাঠগড়া তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ভাই। নাবালিকার বোনকে তিনি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, তাঁর ভাইকে মিথ্যে অভিযোগ ফাঁসানো হয়েছে। এই ঘটনায় তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল।  


পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রী। অভিভাবক কেউ না থাকার সুযোগ নিয়ে গত মঙ্গলবার দুপুরে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় হুড়শি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই নাজু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ইসলামপুর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। তার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবার জানিয়েছে, ওই দিন অত্যাচার দেখে ফেলেছিল নির্যাতিতার ১১ বছর বয়সি ছোট বোন। ভয় প্রাণনাশের ভয় দেখিয়ে তাকেও চুপ করানোর চেষ্টা হয়। ধারাল অস্ত্র দেখিয়ে নির্যাতিতার বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: South 24 Paraganas: লাগাতার চুরির ঘটনার কিনারা, ক্যানিং থেকে গ্রেফতার এক ব্যবসায়ী সহ ৪


পুলিশকে আরও জানতে পেরেছে যে, নির্যাতিতার ছোট বোনের চিৎকারে ওই দিন তাদের বাড়িতে ছুটে আসেন প্রতিবেশিরা। তাতেই চম্পট দন অভিযুক্ত। ঘটনার পর তিনি এলাকা ছেড়াও পালান। লিখিত অভিযোগ দাযের হলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।


ইসলামপুর থানার হুড়শি গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা বিবি। অভিযুক্ত তাঁরই ভাই। নির্যাতিতা তরুণী হাঁটাচলাও করতে পারে না। তারই সুযোগ নিয়ে অভিযুক্ত মঙ্গলবার বাড়িতে ঢুকে তার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। মেয়ের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে থানায় নির্যাতিতার মা অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে।