শান্তনু নস্কর, ক্যানিং (দক্ষিণ ২৪ পরগণা): একবার নয়, বারবার একই ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) ক্যানিংয়ে (Canning) লাগাতার চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এক ব্যবসায়ী সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। 


প্রায় দিন পনেরো ধরে ক্যানিংয়ে একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কখনও পুলিশ কর্মীর বাড়িতে চুরি হচ্ছিল তো কখনও ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে। সম্প্রতি একটি বাড়িতেও চুরি হয়। তদন্তে নেমে তিন দুষ্কৃতী ও চোরাই মাল বেচাকেনার করার অভিযোগে এক ব্যবসায়ীকে পাকড়াও করে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই সামগ্রী। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন: Murshidabad News: ভিন্ন ভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল প্রধানের ভাই


দিন দুই আগে এক অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরি (Child Theft) করার ঘটনা ঘটে। এমনই ঘটনা ঘটে হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ (Police)। গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার। গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস। গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 


যখন জিনিসপত্র কেনাকাটা করছিলেন, তখন এক অচেনা মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বলেন, আপনার অসুবিধা হচ্ছে।  বাচ্চাকে দিন, আমি ধরছি, আপনি বাজার করুন। সরল বিশ্বাসে শিশু সন্তানকে ওই মহিলার কোলে তুলে দেন তিনি। এরইমধ্যে চাদর কেনার সময় তিনি তাকিয়ে দেখেন সেই মহিলা নেই। তাঁর অন্যমনস্ককার সুযোগ নিয়ে শিশুকে নিয়ে কখন চম্পট দিয়েছে ওই মহিলা।


মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সারা বাজার উদভ্রান্তের মতো খোঁজাখুঁজি করেও ওই মহিলা বা সন্তানের কোনও হদিশ পাননি। শেষপর্যন্ত  শিশুটির মা চাঁপদানি ফাঁড়িতে এসে সব ঘটনা জানান। সেখানে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।  ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার  করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।