রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে মুর্শিদাবাদে (Murshidabad) প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ (TMC Inner Clash)। বহরমপুরের (Baharampur) পর জঙ্গিপুরেও (Jangipur) প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’। জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ। সুতির বিধায়কের নিশানায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি। খলিলুর রহমানকে নিশানা ইমানি বিশ্বাসের। মাঝপথে বৈঠকে ছেড়ে বেরিয়ে যান সুতির বিধায়ক।‘সিপিএম ও কংগ্রেসের হয়ে কাজ করছেন খলিলুর। যাঁরা দলের বিরোধিতা করেছিলেন, তাঁদেরই কমিটিতে রাখা হয়েছে’। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ ইমানি বিশ্বাসের। ইমানি বিশ্বাসের অভিযোগ অস্বীকার খলিলুর রহমানের। ‘মিথ্যা অভিযোগ, কালিমালিপ্ত করার চেষ্টা’। পাল্টা আক্রমণ খলিলুর রহমানের। 


জঙ্গিপুর দোসর: একে মুর্শিদাবাদে (Murshidabad) রক্ষে নেই, জঙ্গিপুর দোসর! জেলা কমিটি ঘোষণা নিয়ে মুর্শিদাবাদে যখন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তাঁকে না জানানোর অভিযোগ তুলে বেরিয়ে গেলেন জেলা চেয়ারম্যান আবু তাহের খান (abu Taher Khan)। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খানের কথায়, 'আমি থাকছি না, তোমরা কর। আমি জানি না যেটা, আমার সঙ্গে আলোচনাই হয়নি, আমি লিস্টও তো দেখিনি। লিস্টটা এখন দেখাচ্ছো আমাকে' । 


সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুতির তৃণমূল বিধায়ক: একই ছবি দেখা গেল জঙ্গিপুরেও (Jangipur)! জেলা কমিটি ঘোষণার সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস! এরপর নিজের বিধানসভা কেন্দ্রে ফিরে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তিনি!


সুতির তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক, ইমানি বিশ্বাসের কথায়, ২০২১-এর নির্বাচনে সামশেরগঞ্জে আমিনুল সাহেবকে হারানোর জন্য নিজের ভাইকে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) মাধ্যমে টিকিট পাইয়ে দিয়েছিলেন হারানোর জন্য। আমরা সেটা হতে দিইনি। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর পুরভোটে উনি সিপিএম প্রার্থীদের সহযোগিতা করেছিলেন । উনি একের পর এক কংগ্রেস ও সিপিএমের থেকে টেন্ডার নিয়ে তৃণমূলকে (TMC) বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। 


মুর্শিদাবাদের পর জঙ্গিপুর তৃণমূলের জেলা কমিটি নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব! ২০২১-এর বিধানসভা ভোটের পর, মুর্শিদাবাদকে দুটি সাংগঠনিক জেলায় ভেঙে দেয় তৃণমূল (TMC)। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এদিন সেই দুটি জেলা কমিটির তালিকা প্রকাশ ঘিরেই শাসকের অন্দরের দ্বন্দ্ব বাইরে চলে এল! 


আরও পড়ুন: West Midnapore: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল, এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে ধুন্ধুমার