নয়া দিল্লি: সম্প্রতি ব্রিটেন ভিত্তিক একটি সংস্থা লেন্সস্টোর (Lenstore) একটি অপটিকাল ইলিউশনের (Optical Illusion) ছবি শেয়ার করেছে যা দেখে চোখে ধাঁধা লাগতে বাধ্য। পাখিটি রঙিন না কি সাদা-কালো তা নিয়েই দ্বন্দ্বে পড়েছেন অনেকে। এই ছবিটিকে অনেক ক্ষেত্রে দৃষ্টিভ্রম আবার অনেক ক্ষেত্রে চোখ কতটা সুস্থ রয়েছে সেখানেও ব্যবহার করা হয়।
তবে এই ছবিতে কিন্তু একটি মজাও লুকিয়ে রয়েছে। বলা যেতে পারে, উত্তর খুঁজতে সাহায্যও করবে। আসল ছবিটি কিন্তু সাদা-কালোই। কিন্তু বেশিক্ষণ ছবিটিতে তাকিয়ে থাকলে দেখবেন সেটি রঙিন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতেই পারে এ দৃষ্টিভ্রম ছাড়া আর কি হবে পারে!
১৫ সেকেন্ড টানা ছবিতে তাকিয়ে থাকুন
তবে এটি ঠিক এই ছবিতে কোনও ম্যাজিক নেই কিন্তু। ১৫ সেকেন্ড টানা ছবিতে তাকিয়ে থাকলে চোখে ভ্রমের মতোই নীল রঙ দেখবেন। একে বলা হয় negative afterimage। অপটিক্যাল বিভ্রমের কারণেই এটি হয়ে থাকে। যার কারণে আপনি যে রঙটি দেখতে পান সেটি আসল থেকে উল্টে বা বিপরীত হয়ে যায়।
একটি আফটার ইমেজ হল এক ধরণের অপটিক্যাল ইলিউশন যেখানে মূল ছবির এক্সপোজার শেষ হয়ে যাওয়ার পরেও ছবিগুলি চোখে ভাসতে থাকে। এমনকি রঙগুলিও। এক্ষেত্রেও তাই। সাদা-কালো ছবি তাই হয়ে যায় রঙিন।