রাজীব চৌধুরী , মুর্শিদাবাদ : বুধবার এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের  (Murshidabad ) লালগোলায় ( Lalgola railway station )। লাইন ধরে পারাপার করা মানুষের নিত্য অভ্যেস। কিন্তু সম্ভবত এদিন বেশি তাড়াহুড়োতেই পার হচ্ছিলেন লালবাগ নাগরতলার বাসিন্দা মেঘনাথ সিংহ ( Meghnath Singha )। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন (Train) তখন ছেড়ে দেয়। তারপরই ঘটে দুর্ঘটনা। 



লাইন পার হচ্ছিলেন, ঠিক তখনই ...
বুধবার সকালের ঘটনা। ঘড়িতে তখন ঠিক সাড়ে ৮ টা। লালগোলা স্টেশনে ( Lalgola railway station ) আটটা ত্রিশের ট্রেন ধরতেই দ্রুত পায়ে এগোচ্ছিলেন এক ব্যক্তি। লাইনের উপর দিয়েই যাচ্ছিলেন।  জানা গিয়েছে, তিনি লালগোলা ( Lalgola  )থেকে এক নম্বর রেললাইন দিয়ে দুই নম্বরের দিকে যাচ্ছিলেন। সেই সময় দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দেয়।

একটি পা লাইনের মাঝে পড়ে যায়
তিনি চলন্ত ট্রেন ধরতে গিয়ে হাত ফসকে পড়ে যান ।  একটি পা লাইনের মাঝে পড়ে যায়। তার উপর দিয়ে ট্রেন চলে গেলে ওই ব্যক্তির পা কেটে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। স্থানীয় লোকজন তাঁকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু এতটাই মারাত্মক ভাবে জখম হয়েছিলেন তিনি, প্রবল রক্তপাত থামানো যায়নি। রক্ত বের হতে হতে তাঁর দেহ রক্তশূন্য হয়ে পড়ে। হাসপাতালে পৌঁছানোর পর তাঁর দেহে আর প্রাণ ছিল না বলেই সূত্রের খবর।   


আরও পড়ুন : 


গরম বাড়ল মুর্শিদাবাদে, দুপুরে বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া


শিলিগুড়িতেও দুর্ঘটনা 


কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ফ্যাক্টরিতে ঢুকে যায়।  বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ২০ জনের মত। মৃত এক । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উদ্ধার কাজ চলছে।