ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ (TMC Martyr Day 2022 । তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ' রেকর্ড ভিড় হবে ' বলছে তৃণমূল।
শহরে কোন কোন রুটে মিছিল আসবে (TMC 21 July )
রুট: ১
শ্যামবাজার ৫ মাথার মোড় - বিধান সরণি - কলেজ স্ট্রিট - গণেশচন্দ্র অ্যাভিনিউ - চিত্তরঞ্জন অ্যাভিনিউ - ধর্মতলা
হয়ে মিছিল আসবে।
রুট: ২
হাজরা মোড় - শ্যামাপ্রসাদ মুখার্জি রোড - এটিএম রোড - জওহরলাল নেহরু রোড - ধর্মতলা আসবে দক্ষিণ কলকাতার মিছিল ।
রুট: ৩
হাওড়া ব্রিজ - স্ট্র্যান্ড রোড - কিংসওয়ে - রেড রোড - মেয়ো রোড - জওহরলাল নেহরু রোড - বেন্টিঙ্ক স্ট্রিট - ধর্মতলা রুটে মিছিল আসবে।
রুট: ৪
AJC বোস রোড - মৌলালি মোড় - SN ব্যানার্জি রোড - ডোরিনা ক্রসিং - ধর্মতলা
রুট: ৫
গিরিশ পার্ক - চিত্তরঞ্জন অ্যাভিনিউ - ধর্মতলা
রুট: ৬
বিড়লা প্ল্যানেটোরিয়াম - জওহরলাল নেহরু রোড - বেন্টিঙ্ক স্ট্রিট - ধর্মতলা
রুট: ৭
পার্ক সার্কাস মোড় - সুরাওয়ার্দি অ্যাভিনিউ - ফিলিপস মোড় - CIT রোড - মৌলালি - SN ব্যানার্জী রোড - ডোরিনা ক্রসিং
রুট: ৮
হাজরা মোড় - জওহরলাল নেহরু রোড - ধর্মতলা
রুট: ৯
চিড়িয়ামোড় - BT রোড - দমদম রোড - নর্দার্ন অ্যাভিনিউ - রাজা মণীন্দ্রনাথ রোড - বেলগাছিয়া রোড
জেলা-জেলা থেকে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে তৃণমূল নেতা কর্মীরা কলকাতায় আসছেন। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা গাড়িতে। ২ বছর ভার্চুয়াল সভার পর দলনেত্রী সমাবেশে কী বার্তা দেন, তা শুনতে উদগ্রীব তৃণমূলের নেতা-কর্মীরা।