রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বড়ঞার পর এবার সুতি। ফের মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গির (Dengue) থাবা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল সুতির দফাহাটের বাসিন্দা আরতি বিশ্বাসের।
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: ডেঙ্গি সংক্রমণে রাজ্যে তৃতীয় স্থানে মুর্শিদাবাদ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় মৃত্যু।বড়ঞার পর এবার সুতিতে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। সুতির দফাহাটের বাসিন্দা আরতি সাহা(৫০)। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তাঁর। শুক্রবার তাঁকে মহিষাইল হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। রবিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে মৃত্যু হয়।
এর আগে গত ২ তারিখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুদাম ঘোষ নামে ৪৫ বছর বয়সী ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বড়ঞা থানার নিমা গ্রামের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য দফতরের ৪ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলা এবং স্বাস্থ্য জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত ৪৮ হাজার ২৭৯।
ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এই পরিস্থিতিতে গতকাল বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, দিনভর কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?