নয়াদিল্লি: আজ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের (5 State Assembly Election Dates) ঘোষণা তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ভোট হবে মিজোরামে নির্বাচন হবে ৭ নভেম্বর। ছত্তিশগড়ে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর এই দুই দিন মোট দুই দফায় ভোট হবে। মধ্যপ্রদেশ ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলঙ্গানায় ৩০ নভেম্বর। পাঁচ রাজ্যেই একসঙ্গে ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ করা হবে। এবং ৫ ডিসেম্বরে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)।

৫ রাজ্যের ভোট কবে কোথায় ? দেখুন একনজরে


রাজ্যের নাম
 ভোটের তারিখ মোট কটি দফায় ভোট ? বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে কবে ?
মিজোরাম ৭ নভেম্বর ১ দফা ১৭ ডিসেম্বর

ছত্তিশগড়
৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর ২ দফা ৩ জানুয়ারি

মধ্যপ্রদেশ
১৭ নভেম্বর ১ দফা ৬ জানুয়ারি
রাজস্থান
২৩ নভেম্বর
১ দফা ১৪ জানুয়ারি
তেলেঙ্গানা ৩০ নভেম্বর ১৬ জানুয়ারি

বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে কোথায় কবে ?

পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় ১৭, ছত্তিশগড় ১১ এবং মিজোরামে একটিমাত্র লোকসভা আসন। মিজোরামের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১৭ ডিসেম্বর। বিজেপির জোটসঙ্গী মিজো ন্যাশন্যাল ফ্রন্ট (এমএনএফ) উত্তর পূর্ব রাজ্যে ক্ষমতায় রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের।  রাজস্থানের বিধানসভার মেয়াদ আগামী বছরের ১৪ জানুয়ারিতে শেষ হতে চলেছে। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)। সেখানে এবার ক্ষমতাসীন দলের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। তেলেঙ্গানায় মেয়াদ শেষ হচ্ছে ১৬ জানুয়ারি।

আরও পড়ুন, সিকিমে নিখোঁজ কোচবিহারের রাজমিস্ত্রি, হানিমুনে গিয়ে আটকে বাগদার দম্পতি

কোন রাজ্যে ক্ষমতায় কে ?

অপরদিকে, বিজেপি শাসিত রাজ্য রয়েছে মধ্যপ্রদেশ। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৬ জানুয়ারি। ছত্তিশগড় ও রাজস্থানে রয়েছে কংগ্রেসের সরকার। ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে তাদের সরাসরি লড়াই। ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছে কমিশন।