রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: গরু পাচারকাণ্ডে (Cattle Scam) ধৃত এনামুল হকের এক ঘনিষ্ঠের হোটেল সিল করে দিল সিআইডি (CID)। গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার (Raghunathganj Police Station Area) ওমরপুর মোড়ে ওই হোটেলে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান সিআইডি অফিসাররা। পুলিশ সূত্রে খবর, তারপর হোটেলটি সিল করে দেওয়া হয়। সূত্রের দাবি, ওই হোটেল থেকেই একসময় মুর্শিদাবাদে গরু পাচারের কারবার নিয়ন্ত্রণ করা হত। তার আগে, গতকালই রঘুনাথগঞ্জের ইছাখালি এলাকায় আলম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সিআইডি তল্লাশি চালায়। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
কী কারণে এনামুল ঘনিষ্ঠের হোটেল সিল করে দিল সিআইডি ? কী চলত সেখানে ?
গতকাল রাতে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে 'সোনার বাংলা' বলে একটি হোটেল রেড করে সিআইডি আধিকারিকেরা। তদন্তের পর হোটেলটি সিল করে দিয়েছে। উল্লেখ্য ওমরপুর মোড়ের এই হোটেল থেকেই এনামুল হকের গরু পাচারের কারবার চলত বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল। দিন কয়েক ধরেই জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় সিআইডির একটি বিশেষ দল তল্লাশি চালাচ্ছে ।একজন এনামুল ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিআইডি হেফাজতে নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত-সহ একাধিক জায়গায় সিআইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে তদন্তের সময় তারা বেশ কিছু গরু পাচার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে। একটি কম্পিউটারের হার্ড ডিস্ক তারা সেখান থেকে সংগ্রহ করেছে। এছাড়াও রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন এলাকায় তাঁরা একেবারে নিচুস্তরে গিয়ে তদন্ত চালাচ্ছে। একাধিক জনকে সিআইডি আধিকারিকরা তাঁদের বহরমপুর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন,মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রতকে আনা হচ্ছে কলকাতায়, আজই তোলা হবে কোর্টে
'এনামুলের সঙ্গে একটা সময় নিয়মিত কথা হত অনুব্রত-র দেহরক্ষীর'
গরুপাচারকাণ্ডে ইতিমধ্যেই এনামুল হককে গ্রেফতার করেছে ইডি। দিল্লির ইডির সদর দফতরে জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। গরুপাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে একটা সময় নিয়মিত কথা হত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের । ফোনকলের রেকর্ড ঘেটে এমনটাই দাবি সিবিআই-র। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। মূল অভিযুক্ত এনামূল হক সম্পর্কে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এনামুলের থেকে কি একাধিকবার মূল্যবান উপহার নিয়েছিলেন? ঘাটালের তৃণমূল সাংসদ সেবার দাবি করেছিলেন, তিনি এনামূলকে চেনেন না। সিবিআই সূত্রে দাবি করা হয়, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামূল হকের। এমনকি এনামূলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। যদিও দেব বলেন, 'আমি এনামূল হককে চিনি না। কোনও টাকা পয়সার লেনদেন হয়নি। কোনও মুল্যবান গিফট নিইনি।'