রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। সেই নিয়ে টানাপোড়েন চলছিল দীর্ঘ দিন ধরে। সম্প্রতি সব মিটে যাওয়ার দিকেও আসছিল। নতুন ভাবে সুখে সংসার করার স্বপ্ন দেখতে শুরু করছিলেন ভিন্ন ভাবে সক্ষম এক যুবক। কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পেল না। বরং জীবনটাই চলে গেল তাঁর। ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে তাঁর (Man Stabbed to Death)। সম্পর্কের এই টানাপোড়েনের মাশুলই তাঁকে জীবন দিয়ে দিতে হল বলে অভিযোগ পরিবারের (Extra Marital Affair)।


ধারাল অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ


মুর্শিদাবাদের (Murshidabad News) হরিহরপাড়ার ঘটনা। শনিবার সন্ধ্যায় কেউ বা কারা ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে‌ যাওয়া হলেও, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এর পিছনে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনকেই দায়ী করছেন পরিবারের লোকজন।


আরও পড়ুন: Birbhum Violence: ২১ মার্চ হত্যাকাণ্ডের রাতে টোটো-বাইকে করে আনা হয় পেট্রোল ও বোমা ।Bangla News


পরিবার সূত্রে খবর, মৃত যুবক শারীরিক ভাবে অক্ষম ছিলেন। বয়স হয়েছিল মাত্র ২২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশি এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মাস ছয়েক আগে সংসার ছেড়ে ওই মহিলা পালিয়ে যান। প্রতিবেশি যুবকের সঙ্গেই থাকতে শুরু করেন। কিন্তু কিছু দিন আগে অবস্থা পাল্টাতে শুরু করে। পারস্পরিক ঝামেলা মিটিয়ে স্বামীর কাছেই ফিরে আসার সিদ্ধান্ত নেন ওই মহিলা (Murshidabad Crime News)।


স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনকেই দায়ী করছে পরিবার


সেই মতো সম্প্রতি শ্বশুরবাড়িতে ফিরে আসেন ওই মহিলা। কিন্তু তার পরেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বরং প্রতিবেশি ওই যুবকের সঙ্গে স্বামী-স্ত্রীর ঝামেলা চলছিল। সেই পরিস্থিতিতেই খুন হন ভিন্ন ভাবে সক্ষম ওই যুবক। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। বিষয়টি চাউর হতে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিবার-পরিজনদের সে কথা জানান হাসপাতালের চিকিৎসকেরা।


এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। যুবকের মৃত্যুতে সাময়িক উত্তেজনাও ছড়িয়ে পড়ে এলাকায়। একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি পুলিশের কানে পৌঁছেছে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। সব দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।