Tata electric Cars: টাটা নেক্সনের (Tata Nexon EV) সাফল্যের পর এবার ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় গতি বাড়চ্ছে টাটা মোটরস। শোনা যাচ্ছে , আগামী ৫ বছরের মধ্যে ১০টি ইলেকট্রিক গাড়ি বাজারে আনবে কোম্পানি। সবথেকে বড় বিষয়, এই গাড়িগুলি পুরোপুরি ইভি হবে। এতে পেট্রল বা ডিজেল ইঞ্জিন দিয়ে হাইব্রিডের কোনও ব্যবস্থা করবে না টাটা মোটরস (Tata Motors)
Tata electric Cars: কী ভাবছে কোম্পানি ?
বর্তমানে ইলেকট্রিক গাড়ির দিকে নজর দিতে পুরোপুরি নতুন প্লাটফর্ম তৈরি করছে কোম্পানি। যেখানে গাড়ির ব্যাটারি রাখার জন্য গাড়ির ভিতরে বেশি জায়গার প্রয়োজন হয়। এই প্লাটফর্ম নেক্সন বা টিগরের মতো হবে না। অটো সাইটগুলির খবর সত্যি হলে, খুব শীঘ্রই তাদের নতুন ৬টি 'প্রোডাকশন রেডি ইভি কার' প্রকাশ্যে আনতে পারে কোম্পানি।
Tata electric Cars: আসছে এই নতুন গাড়ি
কোম্পানি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি নেক্সনের ওপর ভিত্তি করে একটি কমপ্লিট ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে টাটা মোটরস।এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, এক সময়ের টাটার অন্যতম পরিচিত ব্র্যান্ড টাটা সিয়েরা নতুন করে লঞ্চ করতে চলেছে কোম্পানি। টাটার এই এসইউভি ঘিরে কৌতূহলের শেষ নেই অটো ব্লগারদের মধ্যে। কিছুদিন আগেই অটো শো-এ Altroz EV দেখিয়েছে টাটা। চলতি বছরেই বাজারে আসার কথা এই ইলেকট্রিক গাড়ির।
Tata electric Cars: টাটার সঙ্গে হবে লড়াই
সিএনজির পাশাপাশি এবার ইভি-বাজারে নামতে চলেছে মারুতি(Maruti),এমজি(MG), হুন্ডাই (Hyundai) ছাড়াও মহিন্দ্রা (Mahindra)। আগে ইলেকট্রিক গাড়ি নিয়ে ততটা আশাবাদী না হলেও এখন এই প্রযুক্তি নিয়ে ভাবছে মারুতি। এই ইলেকট্রিক গাড়ির বাজারে দেশে সবার আগে নাম লিখিয়েছে মহিন্দ্রা। যদিও সেই গাড়ির ততটা বিপণন করেনি কোম্পানি। টাটার সাফল্যে এবার এই ক্ষেত্রে দ্রুত গতিতে তাদের ইভি মডেল লঞ্চ করতে পারে কোম্পানি। ইতিমধ্যেই কোম্পানির তিনটি ইভি মডেলের টিজার লঞ্চ করেছে মহিন্দ্রা।
আরও পড়ুন : Suzuki Avenis Scooter: ১২৫ সিসির বাজেট স্কুটার আনল সুজুকি, হোন্ডার সঙ্গে হবে পাঞ্জা