মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা, কৌতুক অভিনেতা এবং সঞ্চালক কপিল শর্মার (Kapil Sharma)। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছাবার্তা ভরে রয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। গত বছররে শেষের দিকে শোনা যায়, কপিল শর্মার উপর চটেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। আর তাই তিনি কমেডি কিংয়ের শোতে আসতে চাইছেন না ছবির প্রচারের জন্য। যদিও পরবর্তীকালে কপিল শর্মা জানান যে, এমন কিছুই হয়নি। অক্ষয় কুমারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। আজ তাঁর জন্মদিনে অন্যভাবে শুভেচ্ছা জানালেন বলিউডের খিলাড়ি।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কপিল শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আশা করি এই বছর তোমার শুধু লোখন্ডওয়ালাতেই নয়, বান্দ্রাতেও অনেক ঘর হোক। সবসময় তোমার জীবনে ভালো হোক এটাই চাই ভাই। শুভ জন্মদিন কপিল শর্মা।' অক্ষয় কুমারের এমন পোস্ট দেখে হাসি চেপে রাখতে পারেননি অনুরাগীরা।
আরও পড়ুন - Will Smith Updates: নিজের বিরুদ্ধেই কঠিন পদক্ষেপ নিলেন হলিউড তারকা উইল স্মিথ
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা যায় বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। আর এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। জানা যাচ্ছে, চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত। কপিল শর্মার বিদেশ সফর ছাড়াও 'দ্য কপিল শর্মা শো' টিমের আরও কিছু চুক্তি থাকার কারণেই বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে জনপ্রিয় এই শো। যদিও এখনও তা অফিশিয়ালি ঘোষণা করা হয়নি টিমের পক্ষ থেকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। যেখানে তিনি তাঁর আগামী শোয়ের সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছর বেশ কিছুদিন ধরে তাঁর শো থাকতে চলেছে আমেরিকা এবং কানাডাতে। এরপরই নেট মাধ্যমে 'দ্য কপিল শর্মা শো' বন্ধ থাকার নানা খবর শোনা যাচ্ছে। যদিও কপিল শর্মা কিংবা এই শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি শো বন্ধ থাকার প্রসঙ্গে।