মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ( Sagardighi By Election) ভোটগ্রহণের আগেই অশান্তি। মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসা। সাগরদিঘির ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে (Presiding Officer) অপসারিত। প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ( Election Commission)।
সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ২৪৬টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। থাকছে মহিলা পরিচালিত একটি বুথ। ভোটের নিরাপত্তায় প্রস্তুত থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিম। ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৪৪ ধারা। সকাল ৭টা শুরু হয়েছে ভোট। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সাগরদিঘিতে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে। উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম।নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। কমিশন সূত্রে খবর, সাগরদিঘি উপনির্বাচনের জন্য থাকছেন ১ হাজার ৩০০ ভোটকর্মী। ২ মার্চ ভোট গণনা।
কংগ্রেস নেতার গ্রেফতারি, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের যৌন হেনস্থার অভিযোগ, সাগরদিঘি থানার ওসি-র অপসারণ, একটা উপনির্বাচনের আগে ঘটনার ঘনঘটা। আর সেই আবহেই সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাম-কংগ্রেস-বিজেপি- ত্রিমুখী লড়াই ঘিরে টানটান উত্তেজনা।
আরও দেখুন, আজ সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন, প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী
গতবছরের ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। তার জেরেই উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, প্রচারের সময় শেষের পরেও রবিবার প্রচার করেছেন লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলি। এই অভিযোগে হালিমবাগ এলাকায় বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিকে সাগরদিঘির বালিয়াতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।