রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভয়াবহ ঘটনা। মারাত্মক। মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঘটে গেল নৃশংস ঘটনা।  শ্বশুরবাড়ির লোকজনের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায়  ৪ জনের মৃত্য়ু হয়েছে। আগুনের গ্রাসে প্রাণ গিয়েছে অভিযুক্ত জামাইও। এছাড়াও গুরুতর জখম হয়েছেন ৬ জন।


প্রথম পক্ষের শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ 
শুক্রবার সন্ধ্য়ায় স্থানীয় বাহালনগরে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যায় অভিযুক্ত রমজান শেখ। পুলিশ সূত্রে খবর, সেখানে গিয়ে বচসা বেঁধে যায়  প্রথম পক্ষের স্ত্রীর বাপেরবাড়ির লোকজনের সঙ্গে। অভিযোগ, এরপর রাগের চোটে শ্বশুরবাড়ির লোকজনের গায়ে আগুন লাগিয়ে দেয় জামাই। অগ্নিদগ্ধ হয়ে যায় অভিযুক্ত নিজেও।


কী নিয়ে বচসা
শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ, মৃত প্রাক্তন স্ত্রীর এক আত্মীয়কে উত্য়ক্ত করত অভিযুক্ত জামাই। সেদিন অভিযুক্ত জামাই,  সেই  আত্মীয়র হাত ধরে টেনে নিয়ে চলে যেতে চায়। তাতে পরিবারের লোকেরা বাধা দিতেই ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় তাঁদের গায়ে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত জামাই।


কেন বিবাদ
পুলিশ সূত্রে খবর,  শ্বশুরবাড়ির লোকেদের উপরে পেট্রোল ঢেলে দেয়। তারপর আগুন লাগিয়ে দেয় সে। এই আগুনেই পুড়ো মারা যান ৩ মহিলা সহ ৬ জন। মারা যায় অভিযুক্তও।  ঘটনাস্থলে পৌঁছায়  সাগরদীঘি থানার পুলিশ। ঘটনার পর প্রত্যেককেই  সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা প্রাথমিক অনুমান পুলিশের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের