মুর্শিদাবাদ : একের পর এক হাসপাতালে আক্রান্ত চিকিৎসক-নার্সরা। এবার প্রকাশ্যে কান্দি হাসপাতালের ঘটনা। সেখানে নার্সিং স্টাফরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিং স্টাফকে হেনস্থার অভিযোগ সামনে। জানা গিয়েছে, কর্তব্যরত নার্সের ওপর চড়াও হন রোগীর পরিজনরা। হাসপাতালের নার্সরুমে ভাঙচুর চালানো হয়। নথিপত্র লন্ডভন্ড করেন ওই রোগীর আত্মীয়-পরিজনরা। এই ঘটনায়, হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নার্সিং কর্মীরা। 'নিন্দনীয় ঘটনা, ব্যবস্থা নেওয়া দরকার', প্রতিক্রিয়া কান্দি হাসপাতালের সুপার অভীক দাসের। 

Continues below advertisement

হাসপাতালে সুরক্ষা নিয়ে সম্প্রতিই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফের হাসপাতালে আক্রান্ত মহিলা স্বাস্থ্যকর্মী। নার্সকে হেনস্থার পাশাপাশি অবাধে হাসপাতালে চলে ভাঙচুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে গন্ডগোল করেছে রোগীর আত্মীয় পরিজনরা। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই খড়গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, নার্স নিগ্রহের ঘটনার পর কান্দি হাসপাতালে একটি জরুরি বৈঠকও করা হয়েছে। 

অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি হাসপাতালেও দেখা গিয়েছে প্রায় একই ছবি 

Continues below advertisement

উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে সেখানেই তুলকালাম বাধে। দলবল নিয়ে নার্সদের ঘরে ঢুকে হুমকি দিতে দেখা যায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে। শুক্রবার বিকেলে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৫৫ বছরের প্রণব দত্তকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয় তাঁর। এরপরই অনুগামীদের নিয়ে হাসপাতালে যান তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সটান নার্সদের রুমে ঢুকে ধমকাতে দেখা যায় তৃণমূল নেতাকে। 

উলুবেড়িয়ার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নিগ্রহ থেকে মহম্মদবাজারের স্বাস্থ্য়কেন্দ্রে নার্সের ওপর হামলা ঘিরে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। এবার সরকারি হাসপাতালে নার্সদের ঘরে ঢুকে তৃণমূল জেলা সভাপতির হুমকির ছবি তাতে নতুন মাত্রা যোগ করল। আঙুল উঁচিয়ে হাসপাতালের কর্তব্যরত নার্সদের শাসানি দেন তৃণমূল নেতা। মুখের সামনে হাত নাড়িয়ে চলে হম্বিতম্বি। তৃণমূল নেতার আক্রমণ আবার নামে তুই-তোকারিতেও। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীমৃত্যুর জেরে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সদের সদলবলে ধমকালেন তৃণমূল জেলা সভাপতি। অন্যায় না করেও শাসানি শুনতে হয়েছে, তৃণমূল নেতা ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন ধমক খাওয়া নার্স। সস্তার রাজনীতি বলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়ালের গ্রেফতারির দাবি করেছে সিপিএম।