কলকাতা: প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer), গোটা জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেও, তিনি পরিচিত ছিলেন মহাভারতের কর্ণের চরিত্রেই। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ১৫ অক্টোবর মারা গিয়েছেন পঙ্কজ ধীর, আর বাবার মৃত্যুর বেশ কয়েকটা দিন পরে, সোশ্য়াল মিডিয়ায় প্রথম মুখ খুললেন, ছেলে নিকিতিন ধীর। একটি দীর্ঘ এবং আবেগপূর্ণ লেখা লিখে, বাবাকে স্মরণ করেছেন নিকিতিন। বাবার মৃত্যুর পরে, নিজেকে সামলাতে কিছুটা সময় নিয়েছিলেন তিনি, অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। কী লিখলেন বাবাকে নিয়ে?

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে নিকিতিন ধীর লিখেছেন, '১৫ অক্টোবর, ২০২৩-এ আমি আমার বাবা, আমার গুরু এবং আমার প্রিয়তম বন্ধুকে হারিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং এই ঘটনা আমাদের পরিবারকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।' নিকিতিন এদিন আরও লেখেন, 'আজ আমি পঙ্কজ ধীরের ছেলে হতে পেরে আগের চেয়ে অনেক বেশি গর্ব অনুভব করছি। তিনি ছিলেন সবচেয়ে আদর্শ বাবা। তিনি আমাকে ধৈর্য, চরিত্র, নিষ্ঠা এবং দৃঢ়তার গুরুত্ব শিখিয়েছেন। কীভাবে নিজের স্বপ্নের পিছনে ছুটতে হয়, তা- ও শিখিয়েছেন, এমনকি যদি জগৎ আপনাকে ভুল বোঝে, তাহলেও নিজের স্বপ্নটা পূরণ করতে হয়। তিনি আমাকে জীবনের যে শিক্ষাগুলো দিয়েছেন, আমি সেগুলো সবসময় মনে রাখব এবং তিনি আমার জন্য সবসময় একটি তারা হয়ে থাকবেন।'

নিকিতিন ধীর এবং তাঁর পরিবার ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমে স্বামী চিদানন্দ শাস্ত্রীর তত্ত্বাবধানে তাঁর প্রয়াত পিতার অস্থি বিসর্জন করেন এবং তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। তাঁর এই লেখার শেষে নিকিতিন স্বামী চিদানন্দের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Continues below advertisement

'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়।  শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন। সেখানে পঙ্কজের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যার চরণে ফুল নিবেদন করতেন সাধারণ মানুষ। অর্থাৎ কর্ণ-রূপে পূজিত হতেন পঙ্কজই। টিভি সিরিয়ালের কোনও অভিনেতা এত সম্মান পেয়েছেন বলে স্মরণাতীত।