রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারী,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রামমন্দির তৈরির শিলান্যাস হবে ২২ জানুয়ারি। আজ ঘোষণা করে দিল নতুন গঠিত হওয়া বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্ট। অন্যদিকে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর তৈরির দিনক্ষণ ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সব মিলিয়ে ফের শিরোনামে মুর্শিদাবাদে মন্দির-মসজিদ তৈরির ঘোষণা।
কেউ মুর্শিদাবাদে রামমন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করে দিচ্ছেন। কেউ আবার সেই জেলাতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ বলে দিচ্ছেন। কার্যত এই প্রতিযোগিতার আঁচে, জানুয়ারির শীতেও চড়ছে রাজনীতির পারদ। সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরদিনই সেই জেলায় রামমন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। ইতিমধ্যে সেজন্য় ট্রাস্ট তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্ট। সহ সভাপতি হিসেবে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ বলেন, "ট্রাস্ট গঠিত হয়েছে। এই পুরো বিষয়টির দায়িত্ব নিচ্ছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। ২২ জানুয়ারির পবিত্র দিনটিতেই আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম মন্দির মুর্শিদাবাদ জেলায় আমরা তার ভূমিপুজন ও শিলান্যাস অনুষ্ঠান সংগঠিত করব।''
অন্যদিকে, মসজিদ তৈরির জন্য ট্রাস্টের কথা শোনা গেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখেও। তিনি বলেন, "ভিত্তি স্থাপন হবে ৬ ডিসেম্বর ২০২৫। ২৯ এ জানুয়ারির দিকে মসজিদ উদ্বোধন। একটা ট্রাস্ট তৈরি হবে। ৩০০ জনের। জেলার দুশো জন বাকি বাংলার ১০০ জন। এখন থেকে মানুষ যেভাবে উৎসাহী টাকা দেওয়ার জন্য, কুড়ি হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা দেওয়ার কথা বলছে। টাকার কোনও সমস্যা হবে না।''
যদিও হুমায়ুন কবীরের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ। তবে হুমায়ুন কবীর সহ জেলার সমস্ত জনপ্রতিনিধি এমনকী প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকেও আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ। তিনি বলেন, "কোন পাত্তা না পাওয়া রাজনৈতিক নেতা কী বলছেন, যে নেতা নিজের দলনেত্রীর কাছে বারবার ধমক খান, বিধানসভায় ধমক খান, যে নেতা কখন কাকে উপমুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী বানিয়ে দেন, এরকম অপ্রাসঙ্গিক নেতাকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ওনাকেও আমরা আমন্ত্রণ জানাব। ওনাকেই নয়, কোনও রাজনৈতিক দলমত থাকবে না। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও আমন্ত্রণ জানাব।''
মুর্শিদাবাদ জেলার কোথায় রামমন্দির তৈরি হবে? জমি কীভাবে পাওয়া যাবে? শিলান্যাস অনুষ্ঠানে শেষপর্যন্ত কারা আমন্ত্রণ পাবেন? তা এখনই খোলসা করতে নারাজ ট্রাস্টের অধ্যক্ষ। অন্যদিকে, বাবরি মসজিদ কোথায় হবে, তার সঙ্গে আরও কী কী করার পরিকল্পনা রয়েছে, তা জানিয়ে দিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, "বাবরি মসজিদের সঙ্গে যোগ হবে হাসপাতাল এবং গেস্ট হাউস। ১২-১৩ বিঘা জায়গা লাগবে। বেলডাঙা থেকে রেজিনগরের মাঝখানে জায়গা ঠিক হচ্ছে। শিলান্যাসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করব। ২০২৯-এ যখন চালু হবে, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।''
আরও পড়ুন: Dev: তৃণমূলের ২১ জুলাইয়ে 'পাগলু' গান, ১৪ বছর পর ভুল কবুল দেবের