সৌমিত্র রায়, কলকাতা: ফের নামল পারদ। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০-এর ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। আগামীকাল আরও নামতে পারে পারদ। তবে শীতের পথে কাঁটা হতে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে পৌষ সংক্রান্তির আগে আটকাতে পারে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।

পূর্বাভাস অনুযায়ী রাজ্যে শীতের তৃতীয় এবং সম্ভবত শেষ ইনিংস শুরু। লাফিয়ে নামল কলকাতার পারদ। রাতের তাপমাত্রা ১৬ থেকে একলাফে নেমে ১৩.৬। দিনের তাপমাত্রা ২৫.৫ থেকে একলাফে নেমে ২২.২। আজ রাতে আরও নামতে পারে তাপমাত্রা। কাল নতুন করে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ফের বাধা পেতে পারে উত্তুরে হাওয়া। পৌষ সংক্রান্তির আগে শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হওয়ায় বাধা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামীকাল ১০ই জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত অসম সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
09-Jan 13.0 24.0
Mainly Clear sky
10-Jan 13.0 24.0
Mainly Clear sky
11-Jan 14.0 25.0
Mainly Clear sky
12-Jan 15.0 25.0
Mainly Clear sky
13-Jan 15.0 26.0
Mainly Clear sky
14-Jan 15.0 26.0
Mainly Clear sky
15-Jan 15.0 26.0
Mainly Clear sky


 
আবহাওয়ার আপডেট:  ফিরল শীত। নামল পারদ। আজ রাতে আরও পারদ পতনের ইঙ্গিত। পশ্চিমের একাধিক জেলার পারদ ১o-এর নিচে। আজ থেকে কুয়াশার দাপট কমল উত্তরবঙ্গে। নামল তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভবনা।  

কলকাতার আবহওয়া: আজ রাতে পারদ নামতে পারে ১২-র ঘরে। এমন সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। পৌষ সংক্রান্তি কেটে গেলে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ। রাতের তাপমাত্রা ১৬ থেকে নেমে ১৩.৬ ডিগ্রি। কাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ থেকে নেমে ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন: Dev: তৃণমূলের ২১ জুলাইয়ে 'পাগলু' গান, ১৪ বছর পর ভুল কবুল দেবের