রাজীব চৌধুরী, ফারাক্কা: মুর্শিদাবাদের (Murshidabad News) নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ধৃত অরুণময় দাস স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি।
গত ৩১ জানুয়ারি স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক মণিরুল ইসলামকে মারধর করে তাঁর পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতি ও ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণময় দাস-সহ ৫ জনের নামে ফরাক্কা থানায়
অভিযোগ দায়ের হয়। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার হন তৃণমূল নেতা। আজ তাঁকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনও ফেরার রয়েছেন।
ঘটনার জেরে ইতিমধ্যেই সামনে চলে এসেছে তৃণমূলের রাজ্য সহ সভাপতির সঙ্গে ফরাক্কার তৃণমূল বিধায়কের মতবিরোধ। ঘটনাস্থল মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুল। সূত্রের খবর, এখানে দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক কাউন্সিলের একাংশের সঙ্গে প্রধান শিক্ষকের বিবাদ রয়েছে। এই আবহে সম্প্রতি স্কুলের রুটিন তৈরি করেন স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের চারজন শিক্ষক। কিন্তু অভিযোগ, বাকি শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে কোনও আলোচনা না করেই তা প্রকাশ করে দেওয়া হয়। সেখান থেকেই শুরু গন্ডগোল। রুটিন নিয়ে একাধিক শিক্ষক অভিযোগ জানাতে শুরু করেন। নিউ ফরাক্কা হাইস্কুলের শিক্ষক তাপস হালদার বলেন, "আমি সায়েন্সের টিচার হিসেবে নিযুক্ত হয়েছি। অথচ আমাকে সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড পরপর হিস্ট্রি ও জিওগ্রাফি দেওয়া হয়েছে।''
এই অবস্থায় গত মাসে স্কুল চলাকালীন প্রধান শিক্ষকের ঘরে বৈঠকে বসেন স্কুল অ্যাকাডেমিক কাউন্সিলের চারজন সদস্য এবং সকুলের পরিচালন কমিটির সভাপতি। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই প্রধান শিক্ষক মণিরুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বাকিদের। শুরু হয় মারধর। বেদম মারে পা ভেঙে যায় প্রধান শিক্ষকের। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজে অভিযুক্ত চারজন শিক্ষককে প্রধান শিক্ষকের ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এই ঘটনায় মূল অভিযোগ ওঠে, সকুলেরই সহকারি শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সম্পাদক তারিফ হোসেনের বিরুদ্ধে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরুণ দাস সদ্য প্রাক্তন তৃণমূলের ফরাক্কায় ব্লক সভাপতি। তিনি আবার স্থানীয় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত।
আরও পড়ুন: Gangasagar Bridge: গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য বাজেটে বরাদ্দ ঘোষণা, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা