নয়া দিল্লি: মাহেন্দ্রক্ষণে মোক্ষলাভের আশায় মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে উপচে পড়া ভিড়। অমৃতস্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী কুম্ভমেলায় এসেছেন  ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে হোটেল এবং ধর্মশালাগুলিতে অনলাইন বুকিং শুরু হয়েছে। জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত হোটেল রুমের দাম বহুগুণ বেড়ে ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। বিশেষ স্নান উৎসবে দাম বেড়েছে কয়েক গুণ। হোটেলের ভাড়া প্রসঙ্গে হোটেলগুলিকে বুকিং রেট- আগুন দাম সবেতেই।  

সর্বভারতীয় সংবাদ সংস্থায় দীনেশ রানা নামের এক ব্যক্তির কুম্ভ-অভিজ্ঞতা ছড়িয়ে পড়েছে। তিনি গিয়ে ব্যবস্থাপনা দেখে শুনে এতটাই হতাশ হয়ে পড়েন, যে, কুম্ভে পৌঁছেও, মহাকুম্ভে ডুব না দিয়েই ফিরে আসেন। কুম্ভে পৌঁছে তিনি জানতে পারেন, সেখান থেকেও অন্তত ২০ কিলোমিটার দূরে অবস্থিত সঙ্গম। সেখানে যেতে রিকশা নেবে ১০০০ টাকা, হোটেল প্রতি ঘণ্টায় ১০০০ টাকার বদলে নিচ্ছে ৫ হাজার টাকা। 

উল্লেখ্য, শহরে ২১৮টি হোটেল, ২০৪টি গেস্ট হাউস এবং ধর্মশালা রয়েছে। প্রতিটি হোটেলেই তিল ধারণের জায়গা নেই প্রায়। পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত হোটেলের রুমের দাম বহুগুণ বেড়েছে। যে হোটেল রুমগুলি ২৪ ঘণ্টায় ৭-৮ হাজার টাকায় পাওয়া যেত, সেগুলি এখন পাওয়া যাচ্ছে ৪৫ হাজার টাকায়। তবে এই রেট শুধুমাত্র মৌনী মকর সংক্রান্তি, অমাবস্যা, বসন্ত পঞ্চমীর মতো বিশেষ স্নান উৎসবের জন্যই অত্যাধিক বেশি।

এই পরিস্থিতি দেখে আর কুম্ভে ডুব দেননি দীনেশ, সোজা সেখান থেকেই ফিরে যান বাড়িতে।  

সম্প্রতি জানা গিয়েছিল মুম্বই থেকে মহাকুম্ভের বিমানের ভাড়া দেখে একপ্রকার হকচকিয়ে গিয়েছিলেন দম্পতি। পরে তারা তিন দিন ধরে প্রায় ১২০০ কিমি পথ পেরিয়ে বাইকে পৌঁছেছিলেন সেখানে। 

এমনকী প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে বিক্রি হচ্ছিল। যেখানে একটি জলের বোতলের দাম ছিল ২০ টাকা, সেখানে চা ছিল ৫০ টাকা। 

কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শুরুর দিনেই ছিল পৌষ পূর্মিমার পুণ্যস্নান। পরের দিন ছিল মকর সংক্রান্তর শাহি স্নান। মৌনী অমাবস্যার শাহি স্নান ছিল ২৯ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি হয়েছে বসন্ত পঞ্চমীর শাহি স্নান। এদিন মাঘী পূর্ণিমার পুণ্য স্নান।  এবং শেষ দিন আগামী ২৬ তারিখ হবে শিবরাত্রির পুণ্য স্নান। 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে