রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ: দলীয় পদ পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির  (TMC MLA Idrish Ali) বিরুদ্ধে। যার যেরে গতকাল রাতে ভগবানগোলায়  তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে তাণ্ডব চালান দলের কর্মীরাই। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ইদ্রিশ আলি যাবতীয় অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গোটা ঘটনার পর তিনি পাল্টা গুরুতর অভিযোগ এনে বলেছেন, 'খুন করতে এসেছিল।' 


'খুন করতে এসেছিল', বিস্ফোরক তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, অভিযোগ দায়ের হতেই গ্রেফতার একাধিক


সোমবার রাতে মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে ভাঙচুর চালানো হয়। সেই সময় বাড়িতে ছিলেন ইদ্রিশ আলি। ভাঙচুরের খবর পেতেই এলাকায় পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। অধিক রাত পর্যন্ত উত্তাল থাকে গোটা এলাকা। ইদ্রিশ আলির বাড়ির আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে তাঁকে খুনের চেষ্টাই করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন ইদ্রিশ আলি। ভগবানগোলায়  বিধায়ককে খুনের চেষ্টা-মারধরের অভিযোগ থানায় দায়েরও হয়েছে।অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ একাধিক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন,'এক কাপড়ে তুলে আনা উচিত', অনুব্রত ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু


মূলত টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে


মূলত টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। দলের পদ পেতে গেল বিধায়ককে টাকা দিতে হয় বলে অভিযোগ। দলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি করার জন্য টাকা নিয়েছেন ইদ্রিশ আলি, এমনটাই অভিযোগ তৃণমূল নেতার একাংশের। কারও থেকে ১২ লক্ষ টাকা, কারও ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। প্রতিটি অঞ্চলে অঞ্চল সভাপতি করার জন্য ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। যদিও টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন ওই বিধায়ক। প্রসঙ্গত, রাজ্যে একদিকে এসএসসি দুর্নীতি অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। সেখানেও টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া থেকে মন্ত্রীর পরিবারের স্বজনপোষণের অভিযোগে চাপের মুখে তৃণমূলের সরকার। তার উপর নতুন করে এই অভিযোগ উঠতেই কার্যত ফের অস্বস্তিতে শাসকদল।