মুর্শিদাবাদ: জুয়া খেলার প্রতিবাদ করায় এলাকার তৃণমূল কর্মীদের হাতে 'আক্রান্ত' এক যুবক। এই যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও ১। জখম ওই যুবকের নাম ডালিম শেখ। ভগবানগোলার পুরাতন কাশিয়াডাঙ্গায় রাস্তার পাশে প্রকাশ্যে জুয়া খেলা চলছিল বলে দাবি স্থানীয়দের। জুয়া খেলার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে দলের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলের ব্লক সভাপতির।
প্রতিবাদ করতে গেলেই কি মাশুল গুণতে হবে ? প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা। সম্প্রতি উত্তর ২৪ পরগনায় আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। গভীর রাতে বাজি ফাটিয়ে পিকনিক, প্রতিবাদ করায় মারধর করে খুনের অভিযোঘ উঠেছিল। নৈহাটিতে প্রতিবাদীকে মারধর করে খুনের অভিযোগ, গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩ । মহালয়ার রাতে বাজি ফাটিয়ে পিকনিক, প্রতিবাদ করায় রড দিয়ে বেধড়ক মারের অভিযোগ উঠেছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে শেষ রক্ষা হয়নি। ভোররাতে মৃত্যু হয় ওই আক্রান্ত প্রতিবাদীর।
আরও পড়ুন, সপ্তাহান্তে জ্বালানি সস্তা এই ৭ জেলায়, আজ পেট্রোল ও ডিজেল ভরাতে খরচ কত ?
কাটোয়ায় প্রতিবাদের মাশুল গুণতে হয়েছিল এক মহিলা চিকিৎসককেও। শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত হয়েছিল মহিলা চিকিৎসক। কাটোয়া স্টেশন রোডের শাড়ির দোকানে জামা বদলাতে যান কাটোয়া মহকুমা হাসপাতালের ওই চিকিৎসক। কিন্তু চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, জামা দেখার জন্য ভাঁজ খুলতেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেছিলেন দোকান মালিকের স্ত্রী। ঘটনা প্রতিবাদ করেছিলেন ওই চিকিৎসক। অভিযোগ এরপরই চিকিৎসককে মারধরও করা হয়েছিল। মারধরের জেরে হাতের কড়ে আঙুল ভেঙে গিয়েছিল চিকিৎসকের। মাটিতে ফেলে মারধর করার জেরে আঘাত লেগেছিল বলে অভিযোগ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।