রাজীব চৌধুরী, বহরমপুর : মুর্শিদাবাদে (Murshidabad) ত্রি-স্তর পঞ্চায়েতের আসন সংরক্ষণের (Panchayat Seat Reservation) খসড়া তালিকা নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, বিরোধীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সংরক্ষণ বা সীমানা নির্ধারণ নিয়েও গন্ডগোল আছে। যদিও সেই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। আজই ছিল তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন। 


আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক স্তরে তোড়জোড় যেমন শুরু হয়ে গেছে, তেমন তা নিয়ে উঠতে শুরু করেছে অভিযোগও। 


ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া আসন সংরক্ষণ তালিকা-


মুর্শিদাবাদে ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া আসন সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়েছে ১৯ অক্টোবর। বুধবার সেই খসড়া তালিকা নিয়ে বিভিন্ন দলের অভিযোগ জানানোর শেষ দিন ছিল। কিন্তু, খসড়া তালিকা খতিয়ে দেখে, অভিযোগ জানানোর জন্য অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এই তালিকা তৈরি হয়েছে বলেও সরব হয়েছে তারা।


 বিরোধীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 


অন্যদিকে, মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, শাসকদলকে সুবিধা করে দেওয়ার জন্য প্রশাসন এইভাবে আসন সংরক্ষণ করেছে। 


তৃণমূলের একাংশও এনিয়ে খুশি নয় বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা সভানেত্রী। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, দলের কর্মীরা খুশি নয়। তালিকায় জটিলতা থাকলে বিরোধীরা কোর্টে যেতে পারে।


বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, সার্ভে করার পর তারপর ফাইনাল হয়েছে। আমাদের দলেরও অনেকে অভিযোগ করেছে। যদি  দলের সঙ্গে আলোচনা করা হত তাহলে আমাদের দলের কেউ অভিযোগ করত না। নিরপেক্ষভাবেই কাজ হয়েছে।


মুর্শিদাবাদে জেলা পরিষদের আসন ৭৮। পঞ্চায়েত সমিতির আসন-সংখ্যা ৭৪৮ । গ্রাম পঞ্চায়েতের আসনসংখ্যা  ৫ হাজার ৫৯৩। জেলা প্রশাসন সূত্রে খবর, ১৩০টি অভিযোগ জমা পড়েছে। যে সব অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে শুনানি হবে। জেলাশাসক জানিয়েছেন, তিনি নিজে অভিযোগের শুনানি শুনবেন। তারপর প্রকাশ করা হবে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা। 


আরও পড়ন ; পঞ্চায়েত মনোনয়নে সাংসদ-বিধায়কের ‘পাহারাদার’, ঘোষণা সুকান্তর, কটাক্ষ তৃণমূলের