রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নবগ্রামে পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে সিআইডিকে (CID)। মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে খুনের অভিযোগ । পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতারি ছাড়াই আটকের অভিযোগ। 


গত শুক্রবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। নবগ্রাম থানার (Nabagram Police Station) ওসি অমিতকুমার ভকতের বিরুদ্ধে অভিযোগ তোলে নিহতের পরিবার। বিতর্কের মুখে নবগ্রাম থানার ওসি অমিতকুমার ভকত এবং তদন্তকারী অফিসার শ্যামল মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করল সিআইডি।


এদিকে, মুর্শিদাবাদে (Murshidabad) পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আজ নবগ্রাম থানায় যায় রাজ্য মানবাধিকার কমিশনের ৬ সদস্যের প্রতিনিধিদল। শুক্রবার থানার মধ্যে মৃত্যু হয় সিঙ্গার গ্রামের বাসিন্দা গোবিন্দ ঘোষের। ঘটনায় পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তোলে মৃতের পরিবার। গতকাল নবগ্রাম থানায় যায় ফরেন্সিক দল। এরপর আজ থানায় আসেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। থানা থেকে বেরিয়ে মৃত গোবিন্দ ঘোষের বাড়িতেও যান।


প্রসঙ্গত, নবগ্রামের পর বহরমপুরেও আরেক সন্তান-হারা মায়ের কান্নার সাক্ষী থাকতে হয়েছে রাজ্যকে। যেখানেও ফের কাঠগড়ায় পুলিশ। পাড়ার গন্ডগোলের ঘটনায় কলেজ ছাত্রকে আটক করে পুলিশের গাড়িতে তুলে মারধর, বাঁচার জন্য ভরা বর্ষার ভাগীরথী নদীতে মরণঝাঁপ ২১ বছরের তরুণের। অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম অতনু ঘোষ। বহরমপুর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পরিবারের অভিযোগ করে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণ। মিসিং ডায়েরি নিতে টালবাহানা করে পুলিশ। ৩০ ঘণ্টা পর, গতকাল ভাগীরথী থেকে দেহ উদ্ধার করেন আত্মীয়রাই। পুলিশের ভয়ে পালাতে গিয়ে মৃত্যু, দেহ উদ্ধারেও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। গতকাল বহরমপুরের নিয়াল্লিশপাড়া ঘাটে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। আটক করার কথা অস্বীকার পুলিশের। 


                                                                                          


আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial