উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বেশি দেরি নেই পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023)। যার কয়েক মাস আগেই রাজ্য রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠল জোট-জল্পনা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে (Sagardighi ByElection) কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিল সিপিএম। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের পাশাপাশি তাঁর হয়ে প্রচারও নামারও সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)।
কীভাবে এগোল জোট অঙ্ক ?
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) কাছে কংগ্রেস প্রার্থীর জন্য সমর্থন চেয়ে চিঠি লিখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury)। বৃহস্পতিবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim)। এদিন চূড়ান্ত বৈঠকেও কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্তই নিল বামফ্রন্ট। পাশাপাশি অধীর চৌধুরীর চিঠির প্রত্যাশাপূরণ করে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামারও সিদ্ধান্ত নিল তাঁরা।
সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই !
সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সাহা। এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দিলীপ সাহা। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ২ মার্চ ভোট গণনা। এদিকে, তৃণমূল হয়ে সাগরদিঘি উপনির্বাচনে লড়বেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মনোনয়নও জমা দিয়েছেন তিনি। এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়-সহ দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়েই মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থী।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট
নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ১৯৭৭ থেকে ২০১১ একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রঙ। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। ২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার সাগরদিঘি উপনির্বাচনে কী ফল হয় পঞ্চায়েত ভোটের আগে নজর সেদিকেই।
আরও পড়ুন- মনোনয়ন জমা, গড় ধরে রাখতে পারবেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী ?