মুম্বই: বিয়ে, বিচ্ছেদ, সম্পর্ক... রাখী সবন্তের (Rakhi Sawant) জীবন পর্দার সিনেমার থেকে কিছু কম ঘটনাবহুল নয়। প্রথমে গোপনে বিয়ে করা, তারপর ৬ মাসেরও বেশি সময় ধরে সেই বিয়ের কথা লুকিয়ে রাখা। আর সংবাদ মাধ্যমের সামনে বিয়ের কথা প্রকাশ্যে আসার পর পরই বিচ্ছেদের জল্পনা। রাখী সবন্তের জীবন বারে বারে উঠে আসে খবরের শিরোনামে।
সম্প্রতি আদিল দুর্রানি (Adil Durrani)-এর সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসে রাখীর। সোশ্যাল মিডিয়ায় প্রথমে নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছিলেন রাখী। কিন্তু প্রথমে সেই বিয়ের কথা স্বীকার করতে চাননি আদিল। তবে উকিলের তরফ থেকে জানানো হয়েছিল, আইন মেনেই বিয়ে হয়েছে রাখী ও আদিলের। এমনকি বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় নিজের নামও পরিবর্তন করে ফেলেন রাখী।
রাখী আদিলের বিয়ের খবর শিরোনামে থাকতে থাকতেই মৃত্যু হয় রাখীর মায়ের। শেষকৃত্য থেকে শুরু করে সমস্ত রীতি রেওয়াজ পালন করেন রাখী। সেইসময়ে সবসময় রাখীর সঙ্গে ছিলেন আদিল। তবে এর পরেই গল্পে অন্য মোড়। রাখী অভিযোগ করেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে আদিলের। প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাঁদের বিয়েকে রক্ষা করা।
আরও পড়ুন: Gurmeet Devina: 'বিস্ময় শিশু'-কে অনুরাগীদের সঙ্গে পরিচয় করালেন গুরমিত-দেবিনা
ইদানিং হামেশাই রাখী সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। তাঁর বিভিন্ন ক্লিপিংস ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ অবশ্য ক্যামেরার সামনে পড়ে বেশ বিধ্বস্তই দেখাল রাখীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই ভিডিও। রাখী একটি সালোয়ার কামিজ পরে প্রকাশ্যে এসেছিলেন। সাংবাদিকরা তাঁর কাছে এগিয়ে যেতেই কার্যত ফুঁসে ওঠেন রাখী। বলতে থাকেন, 'কেন এসেছেন? আমায় নিয়ে মজা করা বন্ধ করুন। আমার মায়ের মৃত্যুর মাত্র ৪ দিন হয়েছে। আমার বিবাহিত জীবন প্রশ্নের মুখে। যাঁরা আমার সম্পর্কে খারাপ বলছেন, মজা করছেন আমায় নিয়ে, বলছেন নাটক করছি, তাঁদের বাড়িতেও তো স্ত্রী-মা-বোন আছেন। যদি তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটে, তাঁরা কী হাসবেন?'
এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গেল, 'আদিল বলছে, সাংবাদিকরা নাকি ফোন করে ওকে বলছে সবাই ওর সঙ্গে আছে। তাহলে সবাই ওকেই সমর্থন করুন, আমায় বয়কট করুন। এসব ফালতু কথা আমায় শোনাবেন না। আমার সঙ্গে খারাপ হলেও আমি সংবাদমাধ্যমের সামনে এসে কথা বলেছি। আদিলকে আমি বলেছি, যদি ও সত্যি কথা বলে, তাহলে সেটা মিডিয়ার সামনে গিয়ে বলুক। ও যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি আবার সংসার করব ওর সঙ্গে। কিন্তু যদি পৃথিবীর সামনে আমায় মিথ্যে প্রমাণিত করার চেষ্টা করে, আমি চুপ করে থাকব না।'