রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন (Murshidabad Erosion)। উত্তর চাচণ্ড গ্রামে তলিয়ে গেছে তিনটি আস্ত বাড়ি, শৌচালয়। বিঘের পর বিঘে চাষের জমিও গ্রাস করেছে গঙ্গা। পুজোর মুখে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও।


সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন: যখন উৎসবে মেতেছে রাজ্যের বেশিরভাগ মানুষ অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে। চোখের নিমেষে তাসের ঘরের মতো তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। মাটি ধসে জলে তলিয়ে যাচ্ছে আস্ত গাছ। বিঘের পর বিঘে চাষের জমি গঙ্গা গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পুজোর মুখে সব হারিয়ে পথে বসেছেন উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও। প্রশাসনের গাফিলতির জন্যই ফি বছর সব হারাতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, "আমরা চেষ্টা করছি। টেন্ডার হয়েছে কিন্তু বর্ষার জন্য কাজ শুরু করা যায়। যেখানে কাজ শেষ হয়েছে সেখানে ভাঙন হয়নি।''


রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে ওঠে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা, যখন তখন বৃষ্টি, বাঙালির মনে ভয় ধরাচ্ছিল এতদিন। অবশেষে মিলল সুখবর। পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার পাশপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তির পরিমাণও। তাই বৃষ্টির জন্য না হলেও রোদের হাত থেকে বাঁচতে ছাতা নিয়েই সকালে ঠাকুর দেখতে বেরোতে হবে রাজ্যবাসীকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান