সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) এক স্কুলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ: ধর্না, স্লোগান, আন্দোলন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে চলছে প্রতিবাদ। প্রতিবাদের কণ্ঠ ক্রমশ যেমন হয়েছে জোরালো তেমনই বারবার অভিযোগ উঠেছে কণ্ঠরোধের। এই আবহে এবার স্কুলের সাংসকৃতিক অনুষ্ঠানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙ্গালবাড়ি হাইস্কুল। স্কুল সূত্রে খবর, বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্কুলে আসেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী এবং হেমতাবাদের তৃণমুল বিধায়ক সত্যজিৎ বর্মন। বিজেপির দাবি, সেই সময় আর জি কর নিয়ে একটি নৃত্য়নাট্য় চলছিল। অভিযোগ, নৃত্যনাট্যের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠায় আপত্তি জানান মন্ত্রীর অনুগামীরা। অনুষ্ঠান থামিয়ে দিতে চাপ দেওয়া হয় সহকারী প্রধান শিক্ষককে। তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান।
উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, "বাঙ্গালবাড়ির অনুষ্ঠানে নাটক হয় আর জি কর নিয়ে। তার মাঝেই রাজ্য়ের প্রতিমন্ত্রী আসেন। কিন্তু উনি এস যখন দেখেন যে প্রতিবাদ হচ্ছে আর জি করের প্রতিবাদ। উই ওয়ান্ট জাস্টিস। তখন হেড মাস্টারকে ডেকে হুমকি দেওয়া হয় অনুষ্ঠানের বন্ধের। তারপর নাটক বন্ধ করে দেন শিক্ষকরা।''
যদিও সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডলের দাবি, সময় না থাকায় বন্ধ করে দেওয়া হয় নৃত্যনাট্য। তিনি বলেন, "সেদিন ওর আসতে দেরি হয়। তখন আমরা নাচের অনুষ্ঠান শুরু করি। তারপর তিনি এসে উপস্থিত বন আমাকে হেড মাসটারের ঘরে তখন একটা স্লোগান ওঠে। কেউ একজন জিজ্ঞাসা করে কেন করছেন। আমরা বোঝালাম। সময় পার হয়ে যাচ্ছে বলে বন্ধ করে দেওয়া হয়। তারপর আমরা সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করি। তারপর আর শুরু করা হয়নি সময়ের অভাবে।''
কিন্তু ঠিক কী কারণে মাঝপথে বন্ধ হল নৃত্যনাট্য? সময়ের অভাব, না কি মন্ত্রীর অনুগামীদের চাপ? প্রশ্ন উঠছে। উই ওয়নাট জাস্টিস স্লোগান তোলার জন্য় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মন। তাঁর দাবি, "আমি জানি না। আমি ওখানে দেরিতে পৌঁছই। আমি যাওয়ার পরে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আমাকে সম্মান জানানো হয়। এরপর কী হয়েছে জানি না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।