রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। উমার বিদায়ের সময় মুর্শিদাবাদের ২টি আলাদা দুর্ঘটনায় মৃত্যু হল মোট তিনজনের।
দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মোট দুই জনের। অন্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদেরই সামসেরগঞ্জের ধুলিয়ানে। ওই এলাকার কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। সেখানে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ, বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
মালবাজারেও দুর্ঘটনা:একই দিনে জলপাইগুড়ির মালবাজারেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মালবাজারের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে নিখোঁজ হয়েছেন অন্তত ৩০ থেকে ৪০ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে। ওই ঘটনায় বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। উদ্ধারকাজের জন্য নামানো হচ্ছে এনডিআরএফকে (NDRF)। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলে জানান। তিনি জানিয়েছেন, বিসর্জনের সময় তখন নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান। সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে। ৬ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, স্থানীয় এলাকায় বৃষ্টি না হলেও সিকিম সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে একসঙ্গে অনেকটা জল এসে পড়ায় দুর্ঘটনা ঘটেছে।
বীরভূমেও জলে ডুবে মৃত্যু:ভীমগড়ের ইসগড়া গ্ৰাম থেকে বুধবার লোবা কালি মন্দিরে ১২ জন যুবক পুজো দিতে আসেন। অভিযোগ, পুজো দেওয়ার পরে তাঁরা অজয় নদে স্নান করতে নামেন। স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান কালীচরণ দত্ত (৪০) নামে এক যুবক। তাঁকে বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কালীচরণ নদের জলে তলিয়ে যায়। পরে দুবরাজপুর থানাত পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে।
প্রায় প্রতিবছরই ভাসানের সময় এমন দুর্ঘটনা দেখা যায় রাজ্যের নানা জেলায়। মাঝনদীতে নৌকা থেকে ভাসান দেওয়ার সময় জলে পড়ে যান অনেকে। বেশিরভাগ সময়েই উদ্ধার করা গেলেও অনেকসময়েই মৃত্যুর ঘটনা দেখা যায়। এবারও একাধিক জেলায় ঘটেছে এমনই ঘটনা। আরও পড়ুন: মর্মান্তিক, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন