রাজীব চৌধুরী, বহরমপুর (মুর্শিদাবাদ):  মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বহরমপুরে অধীর-গড়ে দাঁড়িয়ে কংগ্রেস-বিজেপি সমঝোতার ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটে কংগ্রেসের গড়ে বিজেপি কীভাবে জিতল? তাহলে কী কোথাও সমঝোতা হয়েছিল? এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী। আসন্ন পুরভোট নিয়ে গতকাল বহরমপুরে কর্মশালার আয়োজন করে তৃণমূল। সেখানেই কংগ্রেসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মশালায় ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, আখতারুজ্জামান, সাবিনা ইয়াসমিন।ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, অসিত মালও।


চন্দ্রিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি বলেছেন,   শুধু মুর্শিদাবাদ জেলা কেন, সারা দেশজুড়েই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়েছে।সেজন্যই ক্ষমতায় আসতে বিজেপির ১০০ বছর সময় লেগেছে। 


তিনি বলেছেন, কংগ্রেস এখানে বিজেপিকে কোনও রকম সুবিধা করে দিচ্ছে না।   অটল বিহারী বাজপেয়ীকে কংগ্রেস কালীঘাটের বাড়িতে নিয়ে এসে খাওয়ায়ওনি। কংগ্রেসের কোন নেতা বিজেপি সরকারের  মন্ত্রী ছিল না।


উল্লেখ্য, সম্প্রতি গোয়া সফরের সময়েও  মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা ভোট বিভাজনে বিশ্বাস করি না। আমরা কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মতো নই। এই দুই দল নিজেদের সঙ্গে আপোস করে। তৃণমূল কংগ্রেস তা করে না। গোয়ার সঙ্গে বাংলার অনেকক্ষেত্রে মিল আছে। তৃণমূল গোয়াকে গুরুত্ব দিয়ে দেখছে।"


মমতা অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেভাবে বাড়ছে বিজেপি। তিনি আরও বলেছিলেন, এ রাজ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কীভাবে সম্ভব। 


সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে কংগ্রেসের সমালোচনা।  সম্প্রতি তিনি বলেছিলেন, "কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে জোট করেছে, কখনও আইএসএফের সঙ্গে জোট করেছে। ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস। এদিকে ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল।" এবার চন্দ্রিমাও কংগ্রেসকে নিশানা করলেন। পাল্টা জবাব দিল কংগ্রেসও।