নয়াদিল্লি: দেশে করোনায় ৪০ শতাংশের বেশি কমল দৈনিক মৃত্যু। কমল দৈনিক সংক্রমণও। সক্রিয় রোগীর সংখ্যা গত ৮ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৪।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৪৩৭ জনের।


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৮১৭। যা গত ৮ মাসে সর্বনিম্ন।এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। একদিনে ১২ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন।


দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। তবে গত একদিনে রাজ্যে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্তর সংখ্যা ৭ হাজার ১৬৭। মৃত্যু হয়েছে ১৬৭ জন আক্রান্তর।  সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ লক্ষ ৬৮ হাজার ৬৫৭। মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৮১। শনিবার রাজ্য করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬,৪৩৯। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৯,১৮৫।  গত ২৪ ঘণ্টায় কেরলে ৬৫,১৫৮ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।


কেরলের ১৪ জেলার মধ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি এর্নাকুলামে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,০৪৬। এরপরই রয়েছে তিরুবনন্তপুরম (৮৭৮) ও ত্রিশূর (৭৫৩)।


পশ্চিমবঙ্গেও সামান্য কমেছে করোনার (Corona) সংক্রমণ। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,রাজ্য়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত (Covid Update) হয়েছেন মোট ১৫,৯২,৯০৮ জন। 




পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,১৪১ জন। ৩১ অক্টোবরে (October) রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর (Active Corona Case) সংখ্যা ৮,২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা  সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৯১৩ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫,৬৫,৪৭১ জন।