রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এগরার পর মুর্শিদাবাদ, এবার তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে ঝলসে গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের হাত। রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য জামু শেখের বাড়িতে বিস্ফোরণ। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অভিযোগ। বিস্ফোরণের পরেই পুত্র-সহ তৃণমূল নেতা উধাও।


জেলায় বোমাবাজি:
এগরাকাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মিছিল করেছে বিজেপি। সেই মিছিলে বোমাবাজির অভিযোগ উঠেছে। মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভগবানপুরে বিজেপির মিছিলে গুলিও চলার অভিযোগ। মিছিলে বোমাবাজি, প্রাণ বাঁচাতে বিধায়কের কেন্দ্রীয় বাহিনীর 'গুলি'! 'প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় বিধায়কের নিরাপত্তারক্ষীরা', পুলিশের সামনেই বোমা, গুলি চলার অভিযোগ সুকান্ত মজুমদারের। 


এর আগে এগরায় ভয়াবহ বিস্ফোরণ:
রাস্তায় পড়ে পোড়া মৃতদেহ। জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে আছে পোড়া দেহাংশ ! চতুর্দিকে আধপোড়া মানুষের গোঁঙানির শব্দ ! স্থানীয়রা বলছেন, এ যেন শ্মশানভূমি ! কার্যত মৃত্যুপুরী এগরার খাদিকুল গ্রাম। পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণ অন্তত ৯ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা।


আগেও একাধিকবার বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। ১৯৯৫ সালে প্রথমবার বিস্ফোরণ হয় ভানুর বাজি কারখানায়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৫ জনের। ২০০১ সালে ফের বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। মৃত্যু হয় ভানুর ভাই বাগ-সহ ৩ জনের। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু।


তোপ দেগেছিলেন শুভেন্দুও:
শুভেন্দু অধিকারী বলেন, 'এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহামিছিল হবে।' এগরায় ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করেছেন তিনি। সেই দাবিতে আদালতে আবেদনও জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেই বিষয়ে মুখ খুলে শুভেন্দু অধিকারী বলেন, 'এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে।' বিরোধী দলনেতার নিশানায় সিভিক ভলান্টিয়ারও। তিনি বলেন, 'সিভিক ভলান্টিয়ারদের তোলা তুলতে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে না সরালে বাংলার পরিত্রাণ নেই।' এগরায় যার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সেই ব্য়ক্তি ভানু বাগের বাড়িও পাহারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। 


আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!