রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদের নওদায় পিটিয়ে খুন। রাস্তার জন্য জমি নিয়ে বিবাদ, নওদায় পিটিয়ে খুন, আহত ৭। নওদার বিধায়ক সাহিনা মমতাজ খানের অনুগামীকে পিটিয়ে খুন। ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। খুনের ঘটনায় অনুগামী-যোগের অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির। দলের লোকই মেরেছে, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।


বিবাদ শুরু হয়েছে রাস্তা চওড়া করা নিয়ে। তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষে। এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদার রাজপুরে, রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বচসা চলছে। সূত্রের দাবি, ক্রমে তা স্থানীয় তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান এবং তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের অনুগামীদের মধ্যে বিবাদে পরিণত হয়। বৃহস্পতিবার বিকালে, এই বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, বিধায়কের এক অনুগামীকে মারধর করে, তৃণমূলের ব্লক সভাপতির লোকজন। খবর পেয়ে, ওই ব্যক্তিকে বাঁচাতে আসেন, তাঁর মনিরুল মুন্সি। সেই সময় তাঁকে ইট-বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায়, এই তৃণমূলকর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে, এখানেই তাঁর মৃত্যু হয়। 


এই ঘটনায়, দুপক্ষের ৭ জন জখম হয়েছেন। নিহতের ছেলে সুমন মুন্সি বলেন, 'ইট ছোড়াছুড়ি হয়েছে, পিছন দিক থেকে বাঁশের বাড়ি দিয়েছে। আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে।' নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান বলেন, 'আমাদের কর্মী ও ভাল কর্মী ছিলেন, একই হয়েছে দ্বন্দ্ব, কী আর বলব। নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল।' সফিউজ্জামান শেখ এই অভিযোগ অস্বীকার করেছে। 


তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে, মৃত ১। এই ঘটনায়, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 


কলকাতাতেও 'খুন'
ভর সন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুনের অভিযোগ। মানিকতলার ক্ষুদিরাম পল্লিতে যুবককে কুপিয়ে খুন। 'মুদির দোকানের শাটার খোলা নিয়ে বিবাদের জেরে হামলা', হামলার অভিযোগে মুদির দোকানের মালিক গ্রেফতার।


বিজেপি কর্মীকে 'মারধর'
 দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ফলতায় ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবার মডেলে বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের ছক, ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির।  ঘটনার সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের।


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি