রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুন। গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ মারা হয়। যারপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়', অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের। হামলার নেপথ্য়ে কংগ্রেস, অভিযোগ তৃণমূলের। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন এসপি।


কয়েকমাস আগে আক্রান্ত ছেলে


মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালপাড়া এলাকার মৃত তৃণমূল কর্মীর ছেলে কয়েকমাস আগে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। যে সময় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসাপাতেল ভর্তি করতে হয়েছিল। মাঝে বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলেই পরিবারের দাবি। সেই ঘটনার জেরে পুলিশে যে অভিযোগ দায়ের হয়েছিল তা তুলে নিতে এশাদুলের পরিবারের ওপর বারবার চাপ তৈরি করা হচ্ছিল বলেই তাঁদের অভিযোগ।                                                              


অভিযোগ তুলে না নেওয়ার জেরেই তাঁর ছেলেকে ঘরে ঢুকে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে বলে সরাসরি অভিযোগ করেছেন মৃত তৃণমূল কর্মী এশাদুল মণ্ডলের মা। পাশাপাশি খুনের জন্য কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। স্থানীয় নেতারা জানিয়েছেন, মৃত এশাদুল দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তাঁৎ ছেলেও আগে আক্রান্ত হয়েছিল। পাশাপাশি তৃণমূল শিবিরের পক্ষে অভিযোগের তির কংগ্রেসের দিকে। যদিও রাজ্যের শাসকদলের কর্মীদের অভিযোগ খারিজ করে দিয়েছে হাত-শিবির।                             


ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরে ঢুকে এভাবে একজনকে খুন করার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে নাকি কোনও ব্যক্তিগত বিবাদের জেরে এভাবে খুনের ঘটনা, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের তদন্তের ওপর তাঁরা ভরসা রাখছেন বলেই জানিয়েছে রাজনৈতিক দলগুলি।                         


আরও পড়ুন- বেলঘরিয়ায় তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার