সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়ায় (Belgharia Death) তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার। আবাসন থেকে ভাই-বোনের মৃতদেহ উদ্ধার। পাশের পুকুর থেকে উদ্ধার দাদার দেহ। খুন, না আত্মহত্যা, তদন্তে পুলিশ।
তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার: স্থানীয়রা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই অভাব অনটনে ভুগছিল ওই পরিবার। ৬১ বছর বয়সী রানু চৌধুরী, সজল চৌধুরীর দিদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেলঘরিয়ার আবাসনের একতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা। এদিন সকালে রানু চৌধুরী, বিমল চৌধুরীর দেঙ উদ্ধার হয়। সকাল সাড়ে ১০টায় কাছের একটা পুকুর থেকে সজল চৌধুরীর দেহ উদ্ধার হয়। কয়েকদিন আগে এই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, মানসিক অবসাদের কারণেই এই ঘটনা বলে অনুমান।
দিনকয়েক আগে পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ তৃণমূল কর্মীর (TMC Worker) মৃতদেহ। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামে তৃণমূল। হাওড়ার আমতার চাটরা-মোল্লাপাড়ার ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্যা। দোষীদের গ্রেফতারের দাবিতে আমতা-চন্দ্রপুর ফাঁড়ির সামনে আমতা-রানিহাটি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের, প্রতিক্রিয়া সিপিএমের। ঘরছাড়া সিপিএম কর্মীদের ফেরাতে মাসদেড়েক আগে ওই এলাকায় যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএম নেতাকে কালো পতাকা দেখানো হয়। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছিল।
পরিবারের অভিযোগ:
নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর দাবি, গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন। তখন আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পুকুর থেকে দেহ মেলে। পরিবারের অভিযোগ, এটা খুনের ঘটনা। খুনের পিছনে বিরোধী দল রয়েছে, অভিযোগ নিহত তৃণমূল কর্মীর স্ত্রী রূপা বেগমের। স্থানীয় তৃণমূল নেতৃত্বও একই কথা বলেছেন।
আরও পড়ুন: Kolkata News: মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, চিনা মাঞ্জায় আহত বাইক আরোহী