রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মেরেধরে জমি দখলের অভিযোগ। জড়িয়ে গেল তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতির স্ত্রী-র নাম। ঘটনার নিন্দায় সরব কংগ্রেস। দলীয়স্তরে তদন্তের আশ্বাস তৃণমূল নেতৃত্বের। কোনও মন্তব্য করতে চাননি মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস।
গৃহস্থের সদর দরজা ঘেঁষে উঠছে বিরাট পাঁচিল। কার্যত অবরুদ্ধ দশা! কিন্তু, প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না গৃহকর্তা। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জমির দলিল লেখকের পারিবারিক জমিই বেদখল হওয়ার অভিযোগ! জড়িয়ে গেল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং হরিহরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি সামসুজ্জোহা বিশ্বাসের স্ত্রী-র নাম!
হরিহরপাড়ার দলিল লেখক ও অভিযোগকারী নন্দদুলাল সরকার, সভাধিপতির স্ত্রীর নামে অন্যায়ভাবে পৈতৃক জমি কেনা হয়েছে...আইনি পদক্ষেপ নিয়েছিলাম, কোর্টে কেস করেছি, বর্তমান বাজার মূল্যে কিনে নিতে বলেছি, কোর্টের কেস চলাকালীন জনা তিরিশেক ১৪ অগাস্ট মারধর করে...বাধা দিতে গেলে মেয়ে, স্ত্রীকে মারধর করে।
মারধর করে, জমি দখলের অভিযোগে, হরিহরপাড়া থানায় FIR করেছেন গৃহকর্তা। তাতে তৃণমূল নেতা সামসুজ্জোহা বিশ্বাসের স্ত্রী রেশমিনা খাতুন-সহ বেশ কয়েকজন অনুগামীর নাম আছে। ইতিমধ্যে পাঁচিল নির্মাণের কাজ বন্ধ করেছে হরিহরপাড়া থানার পুলিশ। কিন্তু, আতঙ্ক কাটেনি।
বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও কোনও মন্তব্য করতে চাননি জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস।সব মিলিয়ে জমি দখলের অভিযোগ ঘিরে, চাপানউতোরের জল গড়িয়েছে রাজনীতির উঠোন অবধি।