আবীর দত্ত, ঐশী মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা : মুর্শিদাবাদে অশান্তির ঘটনার এক সপ্তাহ পর সামনে এল একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ। সেই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, মুড়ি মুড়কির মতো ইট-পাটকেল ছুড়ছে উন্মত্ত জনতা। আর তাদের মাঝেই ফুটেজে দেখা গেল তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকে। যে ফুটেজ সামনে আসার পরই তৈরি হয়েছে বিতর্ক। এদিকে শুক্রবার ডাকবাংলো ট্রাফিক গার্ডে গেল SIT-র টিম। 

সামশেরগঞ্জ ও ধুলিয়ানে অশান্তির ছবিতে চমকে উঠেছে গোটা রাজ্য়। এই আবহেই সামনে এল একটি সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, ইট-পাটকেল ছুড়ছে উন্মত্ত জনতা। এরই মাঝে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকে। আর তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

ধুলিয়ানের ঘোষপাড়ার বাসিন্দা চিন্ময় ঘোষ বলেন, "চেয়ারম্যান যখন ওইপার হয়ে গেল, তখন তো অ্যাটাকটা ডবল হয়ে গেল। তাহলে এবার এখানে কী সন্দেহ করা যায় আপনারা বুঝতেই পারছেন?" 

সামশেরগঞ্জের বাসিন্দা প্রতিমা ঘোষ বলেন, " চেয়ারম্যান ছিল পাশেই। চেয়ারম্যানের সামনেই ঢিল-পাথর ছুড়েছে। ও কী করছিল, মোবাইল ধরে ফোন করছিল কাকে। তারপর ও চলে গেল অন্যদিকে। সাইড কেটে গেল। আর পুলিশকে ফোন করা হল তো পুলিশ বলছে আমাদের হাত বাঁধা। আমরা আসতে পারছি না।" 

পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পুরসভার প্রধান। ইনজামুল ইসলাম বলেন, "আমি কোনও বিবৃতি দেব না। আমি কোনও বিবৃতি দেব না। আমি কোনও বিবৃতি দেব না। NIA তদন্ত হোক।" 

জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, "পুরসভার চেয়ারম্যান ছিলেন। ফুটেজে আমরা দেখেছি। তেড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন। যিনি চেয়ারম্যান তাঁর ভাই শুক্রবারের আগের দিন রাতে বিভিন্ন জায়গা থেকে লোক সংগ্রহ করেছেন। তাঁকে আমরা দেখেছি। টোটোয় বিভিন্ন জায়গা থেকে লোক এনে ধুলিয়ানের আশপাশে জমায়েত করেছিল। সেখান থেকে টার্গেট করে ধুলিয়ানে বাসস্ট্যান্ড থেকে শুরু করে রেল পর্যন্ত তারা করেছিল।"  

সামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ড। রেলগেট লাগোয়া এই ট্রাফিক গার্ডের অফিসেই গত শুক্রবার চালানো হয় ব্যাপক ভাঙচুর। এখানেই দাউদাউ করে জ্বলেছিল আগুন। এই ঘটনার এক সপ্তাহের মাথায়, শুক্রবার ডাকবাংলো ট্রাফিক গার্ডে গেল SIT-র টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করন ফরেন্সিক বিশেষজ্ঞরা।