বহরমপুর: নিম্নচাপের পূর্বাভাস থাকলেও, নতুন করে বৃষ্টিতে ভেজেনি বাংলা। তবে ফের আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির আভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে রোদ ঝলমলে পরিবেশ থাকলেও, শীত শীত ভাব অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। এ দিন মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীত শীত ভাব বজায় থাকবে। রোদ উঠবে বেলায়। রাতের দিকে ফের কমবে তাপমাত্রা। তবে বুধবারের চেয়ে সামান্য বেশি থাকবে তাপমাত্রা। মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে আংশিক মেঘলা আকাশ
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কমবে দৃশ্যমানতা। সকালের দিকে অথবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জোরে হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দৃশ্যমানতাও কমবে বলে ইঙ্গিত মিলেছে।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা বুধবারের চেয়ে সামান্য বেশি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৫৩ শতাংশের মতো। রাতের দিকে আর্দ্রতার হার ৭২ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৭২ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা স্বস্তিজনক
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৫২ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৪টে বেজে ৫০ মিনিট
আরও পড়ুন: South 24 Parganas: গ্রাহক হয়ে সোনার দোকানে প্রবেশ, লক্ষাধিক টাকার গয়না চুরি দুই যুবকের
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে শীতের প্রাক্কালে, পুজোর ঠিক পর পর ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখেন কৃষকরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলা।