সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাঁকিনাড়ার (Kakinara) পরে এবার মিনাখাঁ, বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মিনাখাঁয় বিস্ফোরণ, মৃত্যু বালিকার। মামার বাড়ি বেড়াতে এসে বেঘোরে প্রাণ গেল বালিকার । মামার বাড়ির দোতলাতেই ভর সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। মজুত বোমা থেকেই কী বাড়িতে বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা।
বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার: পঞ্চায়েত ভোটের আগে বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে একের পর এক জেলা। কোথাও হাত উড়ে যাচ্ছে, কোথাও পা, আর এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। বুধবার সন্ধেয় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচড়া এলাকায় দোতলা বাড়ি। বাড়ির দোতলা থেকে হঠাৎই বিকট শব্দ শুনতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে ওই বাড়ির দোতলায় যান স্থানীয়রা। দেখা যায়, ওই নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আরও এক শিশু জখম হয়েছে বলে খবর। নাবালিকাকে মিনাখাঁ গ্রামীণ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক জানতে পেরেছে পুলিশ। সেখানে আরও বোমা মজুত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের নাম আবুল হোসেন। মৃত নাবালিকা তাঁর ভাগ্নি। পেশায় রাজমিস্ত্রী ওই ব্যক্তি সহ পরিবারের সবাই পলাতক। ওই নাবালিকা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সন্ধেবেলা খেলা করছিল অন্যদের সঙ্গে। সেই সময়ই ঘটে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছন মিনাখাঁর এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যু: কালীপুজোর পরের দিন উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়। জখম হয়েছে ১০ বছরের এক বালক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভাটপাড়া স্টেট জেনারেল, কল্যাণী জেএনএম ও পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনার দিন ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে ঝোপের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। খবর ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ।